সিলেট এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ০৩ জন ছিনতাইকারী গ্রেফতারসহ ছিনতাইকৃত ০১টি সিএনজি গাড়ী উদ্ধার করেন পুলিশ।
বাদী মোঃ জয়নাল উদ্দিন (৩৯), এর ভাড়ায় চালনাকৃত সিএনজি অটোরিক্সা, নিয়ে গত ২৬/১০/২০২৩খ্রিঃ তারিখ সন্ধ্যা অনুমান ০৬.৪৫ ঘটিকার সময় এয়ারপোর্ট থানাধীন আম্বরখানা সিএনজি ষ্ট্যান্ড হতে যাত্রী নিয়ে এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা র্আন্তজাতিক ক্রিকেট স্টেডিয়ামের পশ্চিম পার্শ্বে চিতলমাটি এলাকায় আসেন। পরবর্তীতে ধৃত আসামী ১। হাসান আলী (২৫), ২। মোঃ হোসেন মিয়া (২৪), ৩। জুবায়ের আহমদ (২৪) সহ অজ্ঞাতনামা আরো ১জন আসামী বাদীকে ধারালো চাকু দ্বারা প্রাণে হত্যার ভয়ভীতি প্রদর্শন করে বাদীর চালনাকৃত সিএনজি অটোরিক্সার মূল কাগজাদি, মূল ড্রাইভিং লাইসেন্স সম্বলিত ব্যাগ, নগদ টাকা, একটি স্যামসাং স্মার্ট ফোন, একটি বাটন ফোন এবং সিএনজি অটোরিক্সা ছিনতাই করে পালানোর সময় এলাকার স্থানীয় লোকজন ধাওয়া করে ছিনতাইকৃত সিএনজি অটোরিক্সা সহ উল্লেখিত আসামীদের আটক করেন।
পরবর্তীতে সংবাদ পেয়ে তাৎক্ষনিক থানা এলাকায় সিয়েরা-৩১ ডিউটিতে নিয়োজিত এসআই(নিঃ)/মোঃ নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটককৃত আসামীদের এবং ছিনতাইকৃত সিএনজি উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ তালিকা মূলে জব্দ করে হেফাজতে নেন।
পরবর্তীতে বাদী থানায় এসে আসামীদের বিরুদ্ধে লিখিত এজাহার দায়ের করলে এয়ারপোর্ট থানায় মামলা রুজু হয়। আসামীদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।