সিলেট নিউজ টাইমস্ ডেস্ক: আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ শুরু হয়েছে। দুপুর ২টা শুরু হয়েছে এই সমাবেশ। এক ঘণ্টা আগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটের সামনে নেতাকর্মীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ উঠেছে সমাবেশস্থল।
সরেজমিনে দেখা গেছে, দুপুর ১টার দিকে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটের সামনে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই সমাবেশ শুরু হয়। ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ সমাবেশটি আয়োজন করেন।
আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিলের উপস্থাপনায় অনুষ্ঠান শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করেন লোকসংগীতশিল্পী লিপি সরকার। তারপর ফকির শাহাবুদ্দিনসহ আরও কয়েকজন শিল্পী গান পরিবেশন করেন।
এর আগে নির্ধারিত সময়ের আগেই সমাবেশস্থলে জড়ো হন আওয়ামী লীগের নেতাকর্মীরা। ঢাকা মহানগরের ওয়ার্ড ও থানা থেকে নেতারা মিছিল নিয়ে সমাবেশে উপস্থিত হন।