২৭০- পিস ইয়াবা ট্যাবলেট’সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন ডিবি পুলিশ

সিলেট মহানগর গোয়েন্দা  ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে ২৭০ (দুইশত সত্তর) পিস ইয়াবা ট্যাবলেট’সহ এক’জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।
গত ২৫/১০/২০২৩খ্রিঃ অনুমান ১৯:৪৫ ঘটিকায় মহানগর গোয়েন্দা বিভাগের টিম-০১ গোপন সংবাদের ভিত্তিতে এসএমপি শাহপরাণ (রহ.) থানাধীন বটেশ্বর বাজারস্থ আব্দুল মুহিত সুপার মার্কেটে মসজিদের পাশের গলি নুসরাত টেনর্লাস্  নামীয় দোকানের ভিতরে  অভিযান পরিচালনা করে আসামী ১। মো. আখলিছুর রহমান (৪৫) কে গ্রেফতার করেন।

তবে গ্রেফতারকালে উক্ত আসামীর হেফাজত হতে ২৭০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলেট পেয়ে জব্দ করা হয়।

আসামীর  বিরুদ্ধে এসএমপি শাহপরাণ (রহ.) থানায় এজাহার দায়ের করে মামলা রুজু করা হয়েছে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *