সাকিবকে ‘ভুয়া ভুয়া’ বলে দুয়োধ্বনি সমর্থকদের

স্পোর্টস ডেস্ক:  নানা সময় বিতর্কে জড়ালেও তেমন রোষের মুখে পড়তে হয়নি টাইগার অধিনায়ক সাকিব আল হাসানকে। তবে এবার বিশ্বকাপের মাঝপথে দেশে ফিরে অনুশীলন শেষে ক্রিকেটভক্ত ও সমালোচকদের রোষের মুখে পড়েছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।

বৃহস্পতিবার অনুশীলন শেষে বেরিয়ে যাওয়ার পথে মিরপুরে উপস্থিত গুটিকয়েক সমর্থকের রোষের মুখে পড়েন দেশসেরা অলরাউন্ডার সাকিব। এ সময় উপস্থিত সমর্থকরা ‘ভুয়া ভুয়া’ বলে দুয়োধ্বনি দেন।

ভিডিওতে দেখা যায়, একটি কালো রঙের গাড়িতে দ্রুত স্থানত্যাগ করেন টাইগার অধিনায়ক।

এর আগে দ্বিতীয় দিনের মতো বৃহস্পতিবার মিরপুরে অনুশীলনে নামেন সাকিব। সকাল ৯টা ৭ মিনিটে তারকা এই ক্রিকেটার প্রবেশ করেন মিরপুরের ইনডোরে। সেখানে কোচ নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে অনুশীলন শুরু করেন টাইগার এই অধিনায়ক।

চলমান বিশ্বকাপে চার ম্যাচে ১৪ গড়ে সাকিবের রান মাত্র ৫৬, সর্বোচ্চ ৪০ রানের ইনিংস খেলেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে।

বল হাতে ওভারপ্রতি ৫.৫৪ রান দিয়ে নিয়েছেন ৬ উইকেট। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে নেওয়া ৩০ রানে ৩ উইকেট তার সেরা পারফরম্যান্স। চোটের কারণে ভারতের বিপক্ষে ম্যাচটি খেলেননি বাংলাদেশ কাপ্তান।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *