স্পোর্টস ডেস্ক : ওয়ানডে ক্রিকেটে ২১ বছরে ২৪ বার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে প্রোটিয়ারা ১৮-৬ ব্যবধানে এগিয়ে আছে। টাইগারদের আছে দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জয়ের ইতিহাস। কিন্তু লড়াইটা যখন হয় বিশ্বকাপের মঞ্চে তখন সমানে সমান দুদল।
এখন পর্যন্ত বিশ্বকাপে দুদলের চারবারের লড়াইয়ে ২-২ সমতা। ভারতের মাটিতে দুদলের এটাই প্রথম লড়াই। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত প্রতিপক্ষ বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালাচ্ছেন প্রোটিয়া ব্যাটাররা। চার ম্যাচের তিনটিতে তিনশর বেশি রান করেছে দক্ষিণ আফ্রিকা। শ্রীলংকার বিপক্ষে ৪২৮ রান করে বিশ্বরেকর্ড গড়া, আবার ইংলিশদের সঙ্গে স্কোর বোর্ডে ৩৯৯ রান। শুধু নেদারল্যান্ডসের কাছে হারটাই একমাত্র ধাক্কা।
বাংলাদেশের স্পিনারদের মধ্যে এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে বেশি উইকেট সাকিব আল হাসান এবং মেহেদী হাসান মিরাজের। দুজনই নিয়েছেন পাঁচটি করে উইকেট। মুম্বাইয়ের ওয়াংখেড়ের উইকেটে এই দুজন তো বটেই শেখ মেহেদী-নাসুমদের যে কেউ আজ হতে পারেন তুরুপের তাস।