ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধ বন্ধ করতে জাতিসংঘের হস্তক্ষেপে জরুরি: কমরেড সিকন্দর আলী

বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা ও সিলেট জেলা সভাপতি কমরেড সিকন্দর আলী বলেছেন, ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ বন্ধ করতে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা জরুরি।
মঙ্গলবার (২৪ অক্টোবর)  দুপুর বারোটায় মহান জাতিসংঘ দিবস উদযাপন উপলক্ষে সিলেট শহীদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশ পোয়েটস ক্লাব আয়োজিত অবস্থান কর্মসূচি ও পথসভায় প্রধান আলোচকের বক্তব্যে একথা বলেন।
কমরেড সিকন্দর আলী বাংলাদেশ পোয়েটস ক্লাবের প্রতিপাদ্য বিষয়ে জোরালো সমর্থন ব্যক্ত করে দাবীগুলো মেনে নিতে সংশ্লিষ্টদের প্রতি দাবী জানান।
বাংলাদেশ পোয়েটস ক্লাব সিলেট জেলা সভাপতি কবি সিরাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পোয়েটস ক্লাবের চেয়ারম্যান কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী। বিশেষ আলোচকের বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক কলামিস্ট লিয়াকত আলী খান, বিশেষ আলোচকের বক্তব্য রাখেন বাংলাদেশ পোয়েটস ক্লাব সিলেট মহানগর সভাপতি কবি ধ্রুব গৌতম, সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক কবি কামাল আহমদ, বাংলাদেশ ছাত্র মৈত্রী সিলেট জেলা কমিটির সভাপতি মাসুদ রানা চৌধুরী।
অনুভূতি প্রকাশ করেন সাংবাদিক জালাল জয়, শিক্ষক নাসরিন সুলতানা, কবি কুবাদ বখত চৌধুরী রুবেল প্রমুখ।
কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *