পারফর্ম করার জন্য একই রকম তাড়না আছে আমার ভেতরে: সাকিব

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বড় শক্তির জায়গা যদি হয় আগে ব্যাটিং, তাহলে বড় দুর্বলতা রান তাড়া করা। বিশ্বকাপে তারা একটি ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে রান তাড়া করতে নেমেই হেরেছে। সব মিলিয়ে সবশেষ ১৫ ওয়ানডেতে রান তাড়ায় তারা ১০টিতে হেরেছে।

বিশ্বকাপের আগে ও শুরুর পর থেকে সোমবার প্রথমবার সংবাদ সম্মেলনে এসে সাকিব আল হাসান বাংলাদেশের সাংবাদিকদের উদ্দেশে জানালেন, ‘আপনারা দোয়া করেন আগামীকাল (আজ) যেন আমরা টসে জিততে পারি। সব ঠিক থাকলে এক ম্যাচ বিরতির পর আজ আবার প্রোটিয়াদের বিপক্ষে একাদশে ফিরবেন সাকিব। টানা তিন হারের পর সাকিবের চোখে আজই সেই ম্যাচ, যেখানে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা প্রবল।

বড় স্বপ্ন নিয়ে বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। উড়ন্ত জয়ে শুরুটাও হয়েছিল দারুণ। সেই বাংলাদেশ টানা তিন ম্যাচে হেরেছে। এই বিশ্বকাপে আর কতটুকু সম্ভাবনা রয়েছে জানতে চাইলে সাকিব বলেন, ‘এখনো সম্ভাবনা আছে সেমিফাইনাল খেলার। আমরা না পারলেও অন্যরা আমাদের সাহায্য করছে। এরকম যদি হতে থাকে আর আমরা যদি নিজেদের একটু সাহায্য করতে পারি। কাগজে-কলমে যদি আপনি দেখেন, এখনো খুব ভালো সুযোগ আছে আমাদের। এত তাড়াতাড়ি হতাশ হবেন না, শেষ হলে মন খুলে হতাশা প্রকাশ করবেন।’

এরই মধ্যে নেদারল্যান্ডস হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে, আবার ইংল্যান্ডকে হারিয়েছে আফগানিস্তান। পয়েন্ট টেবিলে তাই বাংলাদেশকে খুব বেশি খারাপ দেখাচ্ছে না। সবার জন্য উন্মুক্ত আছে সেমির দুয়ার।

সাকিব দলে থাকলে জয়ের সম্ভাবনা বেড়ে যায়। দলও থাকে চাঙা। তাকে নিয়ে বাংলাদেশের প্রত্যাশা বেশি। এত কিছু সামলানো নিয়ে সাকিব বলেন, ‘এটা রোমাঞ্চকর। আমি শুধু নিজেরটা বলতে পারি, অন্যদের কী মনে হয় বলা কঠিন। আমি নিজের পঞ্চম বিশ্বকাপ খেলছি, একই রকম আগ্রহ, লক্ষ্য আছে। বাংলাদেশের হয়ে খেলা ও পারফর্ম করার জন্য একই রকম তাড়না আছে আমার ভেতরে। এখনো উপভোগ করছি। আশা করছি, বিশ্বকাপটা ভালোভাবে শেষ করতে পারব।’ প্রথমবারের মতো বিশ্বকাপে একটি ম্যাচ মিস করার হতাশাও প্রকাশ করেন তিনি।

এদিকে চোটের কারণে পেসার তাসকিন আজও খেলতে পারছেন না। ওয়াংখেড়ে ছোট মাঠ হওয়ায় স্পিনারদের জন্য ভালো করা কঠিন। একই সঙ্গে পেসারদের নিয়ে যে আশা ছিল সেটাও পূরণ করতে পারছেন না তারা। বোলিং নিয়ে সাকিব বলেন, ‘এমন একটা জায়গায় খেলা হচ্ছে, বোলাররা ভালো না করলে জেতার সম্ভাবনা খুব কম থাকে। এখানে বোলাররাই জেতাতে পারে, বেশির ভাগ সময় সেটাই হয়ে থাকে। আগের ম্যাচে দেখেছি প্রথম ভাগে অনেক রান হয়েছে, পরের ভাগে বোলাররা ভালো করেছে। স্পিনারদের ভালো করার সম্ভাবনা কম।’ তিনি বলেন, ‘ব্যাটাররা ঠিক সম্ভাবনা জাগিয়ে পারছে না। এই জায়গায় রান হলে অনেক কিছুই আমাদের পক্ষে চলে আসবে।’

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *