শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীতে চৈতালী সংঘের অঞ্জলি প্রদান

আজ নবপত্রিকা স্থাপনের পর মহাসপ্তমীর পূজার মাধ্যমে সার্বজনীন শারদীয় দুর্গোৎসব শুরুর পর সারাদেশে সনাতন ধর্মাবলম্বীরা আনন্দে ভাসছে। এ উপলক্ষে শনিবার (২১ অক্টোবর) চৈতালী সংঘ পূজা মন্ডপে শুরু হয়েছে মহাসপ্তমী। রীতি অনুযায়ী নবপত্রিকা প্রবেশ ও সপ্তমীবিহিত পূজা শুরু হয়। পূজা শেষে ভক্তরা অঞ্জলি দেন।

মহাসপ্তমীতে শুরু হয় মূলত দুর্গোৎসবের মূল পর্ব। ষোড়শ উপাচারে অর্থাৎ ষোলটি উপাদানে দেবীর পূজা করা হয়। প্রথমে ত্রিনয়নী দেবী দুর্গার চক্ষুদান, এরপর দেবীকে আসন, বস্ত্র, নৈবেদ্য, স্নানীয়, পুষ্পমাল্য, চন্দন, ধূপ ও দীপ দিয়ে পূজা সমর্পণ।

এদিকে সপ্তমী পূজা উপলক্ষ্যে নানা রঙের পোশাক পরে বিভিন্ন বয়সী মানুষ পূজামন্ডপে যাচ্ছেন। সপ্তমী পূজা উপলক্ষ্যে বিভিন্ন পূজামন্ডপে ভক্তিমূলক সংগীত, রামায়ণ পালা, আরতিসহ নানা অনুষ্ঠান হবে।

অঞ্জলি প্রদানকালে উপস্থিত ছিলেন চৈতালী সংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য রণবীর চক্রবর্তী, সভাপতি এডভোকেট অশেষ কর, সহ সভাপতি মদন মোহন কর্মকার, সাধারণ সম্পাদক চন্দন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক নির্মল রায় রাজা, পংকজ দাস, কিশোর চক্রবর্তী, শান্তুনু দাস পান্না, কেশব সেন, জোনাক চৌধুরী সহ প্রমুখ। বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *