স্পোর্টস ডেস্ক : হামাস ইসরাইল সংঘাত টানা ৭ দিনের বেশি সময় ধরে চলছে। এতে শুধু ফিলিস্তিনি ৩ হাজার ৪৮৪ নিহত হয়েছে। এ ছাড়া ১২ হাজারের বেশি আহত হয়েছে। এ ইস্যুতে কথা বলেছেন মিশরের ফরোয়ার্ড মোহামেদ সালাহ।
তিনি এ সংঘাত বন্ধ এবং নিরীহ মানুষ হত্যা বন্ধের বিশ্বনেতাদের আহ্বান জানিয়েছেন।
লিভারপুলের ৩১ বছর বয়সি ফরোয়ার্ড মোহামেদ সালাহ নিজের এক্স অ্যাকাউন্টে (সাবেক টুইটার) ফিলিস্তিন-ইসরাইল সংঘাত নিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন। এতে তিনি বলেন, অনেক সহিংসতা, প্রাণঘাতী মর্মবেদনা ও বর্বরতা হয়েছে।
ফিলিস্তিনের গাজার মানুষের জরুরি ভিত্তিতে খাদ্য, পানি ও চিকিৎসার সামগ্রী দরকার বলে উল্লেখ করেন মোহামেদ সালাহ। তিনি বলেন, গাজায় অবিলম্বে মানবিক সাহায্য পাঠানোর অনুমতি দিতে হবে।
মোহামেদ সালাহ বলেন, সব জীবনই গুরুত্বপূর্ণ। সবার জীবন অবশ্যই রক্ষা করা উচিত। গণহত্যা বন্ধ করা দরকার। পরিবারগুলোকে ছিন্নভিন্ন করা হচ্ছে।
সালাহ বলেন, ‘আরও নিরীহ মানুষ হত্যা রোধে এক হওয়ার জন্য আমি বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানাচ্ছি।’
মোহামেদ সালাহ আরও বলেছেন, মানবতা অবশ্যই জয়ী হবে। চলমান সংঘাতের মধ্যে গত মঙ্গলবার রাতে গাজার আল-আহলি আল-আরাবি হাসপাতালে হামলা হয়। এতে ৪৭১ জন নিহত ও ৩১৪ জন আহত হয়েছেন বলে গতকাল বুধবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
হাসপাতালে হামলার জন্য ইসরাইলকে দায়ী করে গাজাভিত্তিক ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস।
তবে এই অভিযোগ অস্বীকার করে ইসরাইল। তারা উলটো প্রথমে হামাস ও পরে ফিলিস্তিন ইসলামিক জিহাদের (পিআইজে) ওপর দোষ চাপায়।
৭ অক্টোবর গাজা থেকে ইসরাইলে হাজার হাজার রকেট ছোড়ে হামাস। একই সঙ্গে সীমান্ত পেরিয়ে ইসরাইলের ভূখণ্ডে প্রবেশ করে হামলা চালান হামাসের যোদ্ধারা। এ সময় তারা বিদেশি নাগরিকসহ অনেক ইসরাইলিকে জিম্মি করে গাজায় নিয়ে যান।