সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ১,০৫,৬৪,৫০০/- (এক কোটি পাঁচ লক্ষ চৌষট্টি হাজার পাঁচশত) টাকার ভারতীয় পন্য, একটি কার্গো ট্রাকসহ ০১ (এক)জন চোরাকারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল ১৭/১০/২০২৩খ্রিঃ অনুমান ১৭:২৫ ঘটিকায় মহানগর গোয়েন্দা বিভাগের অভিযানে সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন হুমায়ূন রশিদ চত্ত্বর সিলেট থেকে ফেঞ্চুগঞ্জগামী রাস্তার মুখে শ্রমিক ড্রাইভার রেষ্টুরেন্ট নামক ব্যবসা প্রতিষ্ঠানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী ১। জাকির হোসেন (৩৩), কে গ্রেফতার করা হয়।
তবে গ্রেফতারকালে উক্ত আসামীর হেফাজত হতে ভারতীয় পন্য বহনকারী একটি কার্গো ট্রাকসহ ১। ভারতীয় শাড়ি ২। ভারতীয় থ্রী-পিস ৩। কাজু বাদাম ৪। খেলার বুট জুতা ৪। SkinShine Cream ৬। NIVEA Cream ৭। BETNOVATE-N Cream ৮। SCALP VEIN INFUSION SET পেয়ে বিভিন্ন ভারতীয় পন্য জব্দ করা হয়।
আসামীর বিরুদ্ধে এসএমপি দক্ষিণ সুরমা থানায় এজাহার দায়ের করে মামলা রুজু করা হয়েছে।