৬৪ বস্তা ভারতীয় চিনি’সহ এক জন চোরাকারবারী’কে গ্রেফতার  করেছে পুলিশ

সিলেট এয়ারপোর্ট থানা পুলিশ কর্তৃক ৬৪ বস্তা ভারতীয় চিনি উদ্ধার সহ ০১(এক) জন চোরাকারবারী’কে গ্রেফতার পুলিশ। গতকাল  ১৪/১০/২০২৩খ্রিঃ -তারিখে এয়ারপোর্ট থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা অভিযান পরিচালনাকালে ভারতীয় চিনি উদ্ধারের লক্ষ্যে ঘটনাস্থল এয়ারপোর্ট থানাধীন ধোপাগুল পয়েন্টস্থ রাস্তার পার্শ্বে (মা-বাবা রেষ্টুরেন্টের উল্টা পাশে) উপস্থিত হয়ে চেকপোষ্ট স্থাপন করে গাড়ী চেক করে একটি পিকআপ গাড়ী  সিগন্যাল দিয়ে থামিয়ে পিকআপ গাড়ীর ড্রাইভার সহ আরো একজন পুলিশের উপস্থিতি দেখে দৌড়ে পালানোর চেষ্টাকালে আসামী ১।মঈনুল ইসলাম(২২), কে আটক করা হয় এবং তার সঙ্গীয় অপর ০১ জন আসামী দৌড়ে পালিয়ে যায়।

তবে আটককৃত আসামী এহেন পলায়নের কারণ জিজ্ঞাসাবাদ করলে সে কোন সন্তোষজনক জবাব দিতে পারে নাই। তখন ধৃত আসামীর দেহ সহ গাড়ীটি বিধি মোতাবকে তল্লাশীকালে ধৃত আসামীর দেখানো মতে তার হেফাজত থাকা পিকআপ গাড়ীতে ৬৪(চৌষট্টি) বস্তা ভারতীয় চিনি পাওয়া যায়।

 

উক্ত চিনির বিষয়ে ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদ করলে সে কোন বৈধ চালান বা কাগজপত্র উপস্থাপন করতে পারে নাই। পরর্বতীতে আসামীর হফোজতে থাকা পিকআপ গাড়ী সহ ৬৪ বস্তা চিনি জব্দ করা হয়। উদ্ধারকৃত আলামত সহ ধৃত আসামীকে থানায় নিয়ে এসে এজাহার দায়ের করলে এয়ারপোর্ট থানায়  মামলা রুজু করা হয়। মামলার তদন্ত অব্যাহত আছে।

অভিযান পরিচালনাকারী অফিসার ও ফোসর্বৃন্দ,- অফিসার ইনচার্জ, জনাব মোঃ মঈন উদ্দিন, এয়ারপোর্ট থানা, এসএমপি, সিলেট। এসআই(নিঃ)/ মোঃ সোলায়মান মিয়া, এয়ারপোর্ট থানা, এসএমপি, সিলেট, এএসআই(নিঃ)/দিলীপ কুমার চন্দ্র সরকার, এয়ারপোর্ট, এসএমপি, সিলেট সহ সঙ্গীয় ফোর্সবৃন্দ।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *