সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর-সিলেট সড়কে একটি যাত্রীবাহী মিনিবাস খাদে পড়ে কমপক্ষে ৩০ জন যাত্রী আহত হয়েছেন। এ দুর্ঘটনাটি ঘটেছে, জগন্নাথপুর-সিলেট সড়কের ময়নাগঞ্জ নামক স্থানে।
স্থানীয় লোকদের কাছ থেকে জানা’গেছে, বুধবার বিকেল ৪ টার দিকে সিলেট থেকে জগন্নাথপুরের উদ্দেশ্যে একটি যাত্রীবাহী মিনিবাস ছেড়ে আসে। ময়নাগঞ্জ নামক স্থানে একটি সিএনজি অটোরিকসাকে সাইড দিতে গিয়ে সড়কের পাশে থাকা গাছের ডালের সাথে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে উল্টে পড়ে যায়। এতে বাসে থাকা কমপক্ষে ৩০ জন যাত্রী আহত হন।
তবে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেন।
জগন্নাথপুর উপজেলা মিনিবাস মালিক সমিতির সভাপতি শাহ নিজামুল করিম জানান, সিলেট থেকে যাত্রী নিয়ে জগন্নাথপুরে আসছিল বাসটি। পথে ময়নাগঞ্জ এলাকায় একটি সিএনজি অটোরিকসাকে সাইড দিতে গিয়ে সড়কের পাশে থাকা গাছের ডালের সাথে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে উল্টে যায়।
এতে কমপক্ষে ৩০ জন যাত্রী আহত হয়। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান।