ধর্মের অপব্যখ্যা সমাজকে চরম ক্ষতির সম্মুখীন করতে পারে সন্ধ্যায় যাচ্ছেন নব নির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, ধর্ম এসেছে মানুষের কল্যাণে। তাই মানুষকেই তা যথাযথভাবে পালন করা উচিত। নতুবা কল্যাণের বিপরীত ফল পোহাতে হবে আমাদের। তাই ধর্মগুরুদের কাছে ধর্মের যথাযথ ব্যাখ্যা আমাদের সকলের কাম্য। কারণ ধর্মের মত স্পর্শকাতর বিষয়ে সামান্য অপব্যখ্যা মানব সমাজকে চরম ক্ষতির সম্মুখীন করতে পারে।

তিনি বলেন, ধর্ম সম্প্রীতি শেখায়, হিংস্রতা হানাহানি নয়। সকলের সহাবস্থান, সহনশীলতা, পারস্পরিক সহযোগিতা সকল ধর্মই শিক্ষা দেয়। সেই শিক্ষা আমাদের সকলকে আত্মস্থ করতে হবে, মানতে হবে। তবেই একটি মানবিক সমাজ, রাষ্ট্র, পৃথিবী গড়ে তোলা সম্ভব।
বুধবার (৬ সেপ্টেম্বর) ভোরে সিলেট নগরীর মাছিমপুর মণিপুরী পাড়ায় সনাতন ধর্মের প্রাণপুরুষ পার্থসারথি ভগবান শ্রীকৃষ্ণের জন্মোৎসব উপলক্ষে আয়োজিত নগর পরিক্রমার উদ্বোধনকালে তিনি একথাগুলো বলেন। নগর পরিক্রমার মধ্যদিয়ে মণিপুরী জন্মাষ্টমী উদযাপন পরিষদ সিলেট বিভাগীয় কমিটি দিনব্যাপী কর্মসূচির সূচনা হয়।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন জন্মাষ্টমী উদযাপন পরিষদ সিলেট বিভাগীয় কমিটির সভাপতি মণিসেনা সিংহ, সাধারণ সম্পাদক স্বপন কুমার সিংহ, পরিষদের নেতা অলক সিংহ, রণজিত সিংহ, ধীরজিৎ সিংহ ধীরু, সুনীল সিংহ ছাড়াও ভক্তবৃন্দ।

জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে মণিপুরী জন্মাষ্টমী উদযাপন পরিষদ সিলেট বিভাগীয় কমিটি দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে। নগরীর মাছিমপুর মণিপুরী পাড়ার শ্রী শ্রী গোপীনাথ জিউর মন্দিরে আয়োজিত এই উৎসবের উদ্বোধন করেন মেয়র আরিফুল হক চৌধুরী। সন্ধ্যা সাড়ে ৭টার আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন নব নির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।
জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে বেলা সাড়ে ১১টায় নগরীর মাছিমপুরস্থ শ্রীশ্রী গোপীনাথ জিউর আখড়ায় পবিত্র গীতা পাঠ। গীতা পাঠ করবেন কাব্য ব্যাকরণ পুরাণতীর্থ শ্রী হেমন্ত কুমার সিংহ পলাশ ও প্রসন্ন কুমার সিংহ। বিকেল সাড়ে ৪টায় নৃত্যানুষ্ঠান। পরিবেশনায় মণিপুরী শিশু ও কিশোর-কিশোরী। সন্ধ্যা সাড়ে ৭টায় সন্ধ্যা আরতি, রাত সাড়ে ৮টায় আলোচনা সভা। বিষয়- যুগাবতার ভগবান শ্রীকৃষ্ণ ও মানবধর্ম। এতে সম্মানিত অতিথি হিসেবে থাকবেন সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী নিরাজ কুমার জয়সওয়াল। মুখ্য আলোচক হিসেবে থাকবেন শ্রীহট্ট শ্রীশ্রী গীতা মন্দিরের আচার্য্য শ্রী বিনীত কুমার চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট মৃত্যূঞ্জয় ধর ভোলা, মৌলভীবাজারের কমলগঞ্জস্থ মহারাসলীলা সেবা সংঘের সভাপতি প্রকৌশলী যুগেশ্বর চাটার্জ্জী ও স্থানীয় কাউন্সিলর মোস্তাক আহমদ। এছাড়াও রাত সাড়ে ৯টায় বাসক লীলা পরিবেশনায় শ্রীমতি রীনা সিনহা। রাত ১২টা ১ মিনিটে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব স্মরণে দেবালয়ে শঙ্খধ্বনি এবং ঊলুধ্বনি, শ্রীকৃষ্ণের বিশেষ পূজানুষ্ঠান, আরতি ও মহাপ্রসাদ বিতরণ।

পার্থসারথি ভগবান শ্রীকৃষ্ণের জন্মোৎসবে সর্বস্তরের ভক্তবৃন্দকে উপস্থিত থাকার জন্য মণিপুরী জন্মাষ্টমী উদযাপন পরিষদ সিলেট বিভাগীয় কমিটির সভাপতি মণিসেনা সিংহ ও সাধারণ সম্পাদক স্বপন কুমার সিংহ বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *