২৫ রানে ২ উইকেট নেই পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক : এশিয়ার কাপের পর্দা উঠল। প্রথম ম্যাটে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। নেপালের বিরুদ্ধে ব্যাট করতে নেমে ২৫ রানে দুই উইকেট হারিয়ে শুরুতেই বিপাকে পড়েছে স্বাগতিকরা।

প্রাথমিক ধকল কাটানোর চেষ্টায় ব্যাট করছেন অধিনায়ক বাবর আজম ও রিজওয়ান।

এর আগে ৪ মেরে ইনিংস শুরু করেন ফখর জামান। এরপর আরো দুটি বাউন্ডারি হাঁকান তিনি। তবে ভালো শুরুর পর বেশিক্ষণ টিকে থাকতে পারেননি। দলীয় ২১ রানে সাজঘরে ফেরেন এই ওপেনার। আসিফ শেখের বলে ক্যাচ ওঠানোর আগে ২০ বলে ১৪ রান করেন তিনি।

দলীয় সংগ্রহে মাত্র ৪ রান যোগ হতে আরেক ওপেনার ইমাম উল হকও ফেরেন সাজঘরে। রান আউট হওয়ার আগে ১৪ বলে ১ বাউন্ডারিতে মাত্র ৫ রান করেন তিনি। ইনফর্মার ইমামের রান আউটে কষ্ট পেয়েছেন পাকিস্তানের ক্রিকেটভক্তরা।

২৫ রানেই দুই উইকেট হারিয়ে কিছুটা বিপাকে পড়ে যায় পাকিস্তান।

পরে বাবর ও রিজওয়ান দেখে শুনে খেলা শুরু করেন।

এ প্রতিবেদন লেখার সময় পাকিস্তান ৪৩ রানে ব্যাট করছে। ১০ ওভারের খেলা শেষ। বাবর ১২ ও রিজওয়ান ৬ রানে অপরাজিত রয়েছেন।

পাকিস্তান একাদশ

বাবর আজ়ম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আঘা, ইফতিখার আহমেদ, ফাখর জামান, ইমাম উল হক, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, নাসিম শাহ, শাহিন আফ্রিদি এবং হ্যারিস রউফ।

নেপাল একাদশ

কুশল বুর্তেল, আসিফ শেখ (উইকেটরক্ষক), রোহিত পাডৌলে (অধিনায়ক), আরিফ শেখ, কুশল মাল্লা, দিপেন্দ্র সিং আইরি, গুলশান ঝা, সম্পাল কামি, করণ কেসি, সন্দিপ লামিচানে এবং ললিত রাজবংশি।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *