প্রধানমন্ত্রী নিজের মুখে রংপুরবাসীকে উন্নয়নের সুখবর দেবেন: বাণিজ্যমন্ত্রী

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক:  বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি বলেছেন, রংপুরবাসীকে আবারো উন্নয়নের সুখবর প্রধানমন্ত্রী নিজের মুখে দেবেন। তিনি যেহেতু আজ থেকে ১১ বছর আগে রংপুর জিলা স্কুল মাঠে এক জনসভায় রংপুরের উন্নয়নের দায়িত্ব নিয়েছিলেন, তা পালনও করেছেন। তিনি আবারো রংপুরে আসছেন, সামনের চাওয়াগুলোও পূরণ করবেন।

বাণিজ্যমন্ত্রী বুধবার দুপুরে রংপুর জিলা স্কুল মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর কাছে দলের পক্ষ থেকে কোনো চাওয়া আছে কিনা- এমন প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, চাওয়ার তো অনেক আছে; সবচেয়ে বড় চাওয়া হচ্ছে তিস্তার মহাপরিকল্পনার বাস্তবায়ন। নদীর দুইপারের মানুষের দুঃখ-দুর্দশা ঘোচাতে এটাই সবচেয়ে বড় চাওয়া। এছাড়া যাতে দ্রুত গ্যাস দেওয়া যায়, ইন্ডাস্ট্রিয়াল ব্রেইল করা, অর্থনৈতিক জোন করা, যে রাস্তার কাজ শুরু হয়েছে সেটা যাতে দ্রুত শেষ করে।

তিনি আরও বলেন, উত্তরের উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে অনেক কিছুই চাওয়ার আছে। প্রধানমন্ত্রী নিজেই তা ঘোষণা দেবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২ আগস্ট বুধবার রংপুরে আসছেন। সেদিন রংপুর জিলা স্কুল মাঠে আওয়ামী লীগের রংপুর বিভাগীয় জনসভায় বক্তব্য রাখবেন সরকারপ্রধান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন ঘিরে প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির হিসাব মিলাতে শুরু করেছেন রংপুরের মানুষ।

এর আগে শেখ হাসিনা সর্বশেষ রংপুরে এসেছিলেন ২০১৮ সালের ২৩ ডিসেম্বর। এ সময় তিনি রংপুরের পীরগঞ্জ ও তারাগঞ্জে দুটি নির্বাচনী জনসভা করেছেন। সাড়ে ৪ বছরের বেশি সময় পর শেখ হাসিনা রংপুরে আসছেন।

তিনি দ্বাদশ নির্বাচনের প্রচারণা রংপুর থেকেই শুরু করবেন। এর আগে ২০১১ সালের ৮ জানুয়ারি রংপুর জিলা স্কুল মাঠে মহাজোটের জনসভায় উন্নয়নের দায়িত্ব কাঁধে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *