সাংবাদিক নাদিম হত্যা:মুখে কালোকাপড় বেধে ইমজার প্রতিবাদ

 জামালপুর জেলার বকশিগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে সিলেট টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা)।

শনিবার (১৭ জুন) বিকেলে সিলেটের কেন্দ্রীয় শহিদ মিনারে মুখে কালো কাপড় বেধে এই হত্যার প্রতিবাদ জানায় সংগঠনটির সদস্যরা।

ইমজার নেতৃবৃন্দরা বলেন-সাংবাদিকরা যেহেতু রাষ্ট্র ও সমাজের মঙ্গলের জন্য সকল অন্যায়কারী, অত্যাচারী বা দুর্ণীতিবাজদের বিরুদ্ধে সংবাদ করে থাকেন, সেটাই তাদের জন্য কাল হয়ে দাঁড়ায়।এর অন্যতম উদাহরণ সাংবাদিক নাদিমের হত্যাকান্ড। বর্বরোচিত এ হত্যাকান্ডের তীব্র নিন্দা জানান সাংবাদিক নেতারা।

এ সময় নাদিম হত্যাকান্ডের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা জড়িত সকলকেই তদন্ত সাপেক্ষে খুজে বের করে আইনের আওতায় নিয়ে আসার আহ্বান ইমজার নেতৃবৃন্দের।

এছাড়া সাংবাদিক নাদিম হত্যা মামলাটি বিশেষ আদালতে পাঠিয়ে দ্রুত সময়ে বিচার নিষ্পত্তির দাবি জানান তারা।

অবস্থান কর্মসূচিতে অংশ নেন ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান রিপন, সাধারন সম্পাদক গোলজার আহমেদ, সময় টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ইকরামুল কবির, এটিএন বাংলার প্রতিনিধি শাহ মুজিবর রহমান এনটিভির প্রতিনিধি মারুফ আহমেদ,বাংলাভিশনের প্রতিবেদক দিপু সিদ্দিকী,গাজী টিভির প্রতিনিধি বিলকিস আক্তার সুমি, চ্যানেল আই নিজস্ব প্রতিবেদক সাদিকুর রহমান, ইমজার সাবেক সভাপতি আশরাফুল কবিরসহ ইমজার সকল সাংবাদিক বৃন্দ।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *