রাশিয়ার ক্ষেপণাস্ত্র উপাদানের ওপর কঠোর নিষেধাজ্ঞা চান জেলেনস্কি

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক:রাশিয়ার ক্ষেপণাস্ত্র তৈরির উপাদান প্রবাহ বন্ধ করার জন্য কঠোর নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, রাশিয়ার স্থাপনার বিরুদ্ধে বিমান-বিধ্বংসী ব্যবস্থা উন্নত করার চেয়ে, তাদের ক্ষেপণাস্ত্র তৈরির উপাদান দেওয়া বন্ধ করা সহজ।

মঙ্গলবার রাতে দ্বিতীয়বারের মতো জেলেনস্কি বিশ্বকে এ আহ্বান জানান। ইউক্রেন রাশিয়াকে ক্ষেপণাস্ত্র সন্ত্রাস বলে আখ্যা দিয়েছেন। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে প্রতিবেশী ইউক্রেনে আক্রমণ শুরু করে। এতে বহু মানুষ হতাহত হয়েছেন। তবে রাশিয়া বেসামরিক লোকদের লক্ষ্যবস্তু করার বিষয়টি অস্বীকার করেছে। এর সঙ্গে বেসামরিক ভবনগুলোতে আঘাত করেছে। সর্বশেষ মধ্য ইউক্রেনের জেলেনস্কির নিজের শহর ক্রিভি রিহতে একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিং এবং গুদাম একটি ক্ষেপণাস্ত্র আঘাত করে। এতে ১১ জন নিহত হয়েছেন।

জেলেনস্কি বলেন, হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা করে দেখা যায় অন্যান্য দেশে উৎপাদিত প্রায় ৫০টি উপাদান রয়েছে এবং তিনি কিয়েভের কূটনীতিকদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন।

তিনি বলেন, দুর্ভাগ্যবশত রাশিয়া এখনো ক্ষেপণাস্ত্র উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ উপাদানগুলো অন্য দেশ থেকে পায়।

তিনি আরও বলেন, ইউক্রেনের কাছে রাশিয়াকে দেওয়া ক্ষেপণাস্ত্রের উপাদান সরবরাহকারী সংস্থাগুলোর তালিকা রয়েছে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *