ইমরানের সঙ্গে আলোচনা নিয়ে যা বললেন নওয়াজ

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খানের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ক্ষমতাসীন পিএমএল-এন প্রধান নওয়াজ শরিফ।

ইমরান খানের আলোচনার প্রস্তাব সম্বন্ধে নওয়াজ শরিফ টুইট করে বলেন, রাজনীতিকদের মধ্যে আলোচনা হয়। কিন্তু যারা জঙ্গি ও দাঙ্গাকারী, যারা সরকারি ভবন জ্বালিয়ে দেয়, শহিদদের মূর্তি ভেঙে ফেলে এবং সারা দেশে দাঙ্গার আগুন ছড়িয়ে দেয়, তাদের সঙ্গে কোনো কথা হবে না।

ইমরান খানকে গত ৯ মে দেশটির আধাসামরিক বাহিনী রেঞ্জার্স গ্রেফতার করার পরে দেশজুড়ে তাণ্ডব চালান পিটিআই নেতাকর্মীরা। তার পর থেকেই দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে চলছে সাঁড়াশি অভিযান। বিষয়টি নিয়ে খোদ ইমরানের দলের মধ্যেও সমালোচনা রয়েছে।

এক পর্যায়ে ইমরান খান বলেন, আমি সরকারের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত আছি। না হলে দেশ ক্রমশ নৈরাজ্যের দিকে এগিয়ে যাবে। ইমরানের ওই প্রস্তাব সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি পিএমএল-এন নেতৃত্বাধীন জোট সরকার।

তবে পরদিন পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ভাই সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ স্পষ্ট জানিয়ে দেন, দাঙ্গাবাজ দলের নেতার সঙ্গে তারা কোনো কথাই বলবেন না। যদিও আলোচনার জন্য সাত সদস্যের একটি দল গঠন করেছেন ইমরান খান।

এদিকে আজ মঙ্গলবার ইমরান খানের আলোচনার প্রস্তাব নিয়ে প্রায় ভাইয়ের (নওয়াজ শরিফ) মতোই মন্তব্য করেছেন পাক প্রধানমন্ত্রী।

ডন জানিয়েছে, এক টুইটে শাহবাজ শরিফ বলেন, সংলাপ ‘রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে গভীরভাবে নিহিত’ এবং এটি গণতন্ত্রকে ‘পরিপক্ক ও বিকশিত’ হতে সাহায্য করে।

তিনি আরও বলেন, ‘অনেক রাজনৈতিক ও সাংবিধানিক অগ্রগতি ঘটেছিল যখন রাজনৈতিক নেতারা ঐকমত্য তৈরির জন্য আলোচনার টেবিলে বসেছিলেন।’

‘যাইহোক, এখানে একটা বড় পার্থক্য তৈরি হয়েছে। নৈরাজ্যবাদী ও অগ্নিসংযোগকারীরা, যারা রাজনীতির পোশাক পরে রাষ্ট্রের প্রতীককে আক্রমণ করে তারা সংলাপের যোগ্য নয়। বরং তাদের জঙ্গি কর্মকাণ্ডের জন্য জবাবদিহি করতে হবে। এমনকি উন্নত গণতন্ত্রেও এটি প্রচলিত,’ বলেন শাহবাজ শরিফ।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *