বিনোদন ডেস্ক: টালিপাড়ায় নতুন গুঞ্জন। শোনা যাচ্ছে, আবার শাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন দর্শনা বণিক। বাংলাদেশের সিনেমায় বেশি মনযোগী এই অভিনেত্রী। তবে কি ওপার বাংলায় নায়িকাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। ওপার বাংলার একের পর এক সিনেমায় সই করে চলেছেন দর্শনা। কদিন আগে অভিনেতা আজাদ আদরের সঙ্গে একটি ছবিতে স্বাক্ষর করেছেন এই নায়িকা।
তবে নতুন কাজের প্রসঙ্গে কোনো কথা বলতে নারাজ অভিনেত্রী। এই মুহূর্তে কলকাতাতেই আছেন তিনি। শোনা যাচ্ছে শিগগিরই বাংলাদেশে আসবেন নায়িকা।
সম্প্রতি ‘দিদি নম্বর ১’ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন এই অভিনেত্রী। সেই অনুষ্ঠানেই বাংলাদেশের কাজের পরিবেশ, শাকিবের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভাগ করে নিলেন দর্শনা। ইদানীং কি টালিগঞ্জ থেকে ওপার বাংলায় বেশি গুরুত্ব পাচ্ছেন তিনি?
এ প্রসঙ্গে দর্শনা বলেন, এখানেও অনেক কাজ করছি। টালিগঞ্জের কাজের জন্যই তো বাইরে বিভিন্ন কাজের সুযোগ আসছে। দুই বাংলাই আমার কাছে সমান গুরুত্বপূর্ণ।
যদিও কলকাতার বেশ কয়েকটি ছবিতে পরপর কাজ করেছেন দর্শনা। তবুও শাকিব খানের সঙ্গে দর্শনার নতুন কাজকে ঘিরে ছড়িয়ে পড়েছে নানা গুঞ্জন।
বাংলাদেশে শাকিবের সঙ্গে কাজ করার ইচ্ছে অনেক অভিনেতারই। সেখানে পদ্মাপারের প্রথম ছবিতেই নায়ক হিসেবে পেয়েছেন তাকে। শাকিব প্রসঙ্গে দর্শনা বলেন, খুবই ভালো অভিজ্ঞতা। শাকিব ওখানে এক বিশাল নাম। তবে সেটে তেমনটা কখনো মনে হয়নি।