বিশ্বম্ভরপুরে ভারতীয় পণ্যসহ ২জন’কে গ্রেফতার করেছে পুলিশ

সুনামগঞ্জ  প্রতিনিধি : সুনামগঞ্জ বিশ্বম্ভরপুর উপজেলায় ভারতীয় চিনি ও শাড়িসহ ২ জন’কে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

গত মঙ্গলবার (২৩ মে) রাত ২টায় উপজেলার ধনপুর ইউনিয়নের মধ্যনগর গ্রামে আটককৃত আসামি আলাল হোসেন খানের ঘর থেকে এসব মালামাল উদ্ধার করা হয়।

তবে জেলা গোয়েন্দা শাখার এস আই মোহাম্মদ দেলোয়ার হোসেনের নেতৃত্বে এসআই পংকজ দাশ, এসআই মাহমুদুল হাসান, এএসআই মোজাম্মেল হকসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেন।

অভিযানে মধ্যনগর উপজেলার মৃত আবুল হোসেন খানের পুত্র আলাল হোসেন খান (৪৩) ও জামাল হোসেন খানের পুত্র আফজাল হোসেন খান (২৩)-কে আটক করা হয়। এ সময় ৫০ কেজির ৬৮ বস্তায় মোট ৩ হাজার ৪শ কেজি ভারতীয় চিনি ও ৬৮ পিস ভারতীয় শাড়ীকাপড় জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় চিনির বাজার মূল্য অনুমান ৪ লক্ষ ৭৬ হাজার টাকা ও ৬৮ পিস ভারতীয় শাড়ি-কাপড়ের মূল্য অনুমান ১লক্ষ ২ হাজার টাকা।

সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা নন্দন কান্তি ধর জানান, জব্দকৃত মালামালসহ আটককৃত ২ জনের বিরুদ্ধে বিশ্বম্ভরপুর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *