সিলেট জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম এর নিঃশর্ত মুক্তি দাবী করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জেলা বিএনপির নেতৃবৃন্দ বলেন, জনগনের ন্যায্য দাবী আদায়ে বিএনপির গণতান্ত্রিক আন্দোলন চলমান রয়েছে। এরই মধ্যে গত দু’দিন থেকে আমাদের নেতাকর্মীদের নির্বিচারে গ্রেফতার ও হয়রানী করা হচ্ছে। আন্দোলনে ব্যাহত করতে বিভিন্ন অযুহাতে সম্পূর্ণ অন্যায় ভাবে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। যা খুবই উদ্বেগজনক। গ্রেফতার-নির্যাতন করে চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনকে বন্ধ করা যাবে না। আমরা অভিলম্বে গ্রেফতারকৃত সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করছি।
এদিকে, গত দুই উপজেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক আব্দুস সালাম, সদর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আলিউর রহমান আলী, রাজু আহমদ ও আব্দুল মালেকেও গ্রেফতার করা হয়েছে। জেলা বিএনপির নেতৃবৃন্দ তাদেরও নিঃশর্ত মুক্তির দাবী জানান।