স্মার্ট সিলেট গড়তে নৌকায় ভোট দিন: ডা. আরমান আহমদ শিপলু

সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু বলেছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন এখন বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে। বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধানরা এখন শেখ হাসিনাকে রোল মডেল হিসেবে আখ্যায়িত করেছেন।
সোমবার (৮ মে) দুপুরে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর নৌকার মার্কার সর্মথনে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালে গণসংযোগকালে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, দেশের মানুষ ব্যাপক উন্নয়নে খুশি কিন্তু সিলেটের টেকসই পরিকল্পিত কোন উন্নয়ন হয়নি বিগত ১০ বছরে। তাই স্মার্ট সিলেট সিটি গড়তে নৌকার বিকল্প নেই। নগরবাসীকে ঐক্যবদ্ধ হয়ে আগামী ২১ জনু বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে হবে।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন ওমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু শেখর দাস, সহযোগী অধ্যাপক ডা. শফিউল ইসলাম খালেদ, ডা. অনিরুদ্ধ পাল, ডা. মো. ইশফাক জামান সজিব, ডা. মাহবুব হোসাইন, ডা. সাদমান সাকিব, হোসেন আহমদ তৌকির, ছাত্রনেতা আবি আহমদ, সালমান আহমদ, রুবেল সিদ্দিকী, রাসেল আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *