দুর্দান্ত ব্যাটিং করেও আক্ষেপ সাকিবের

স্পোর্টস ডেস্ক::  আয়ারল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করেও আক্ষেপ নিয়ে মাঠ ছাড়লেন সাকিব আল হাসান। ৯.৩ ওভারে দলীয় ৪৯ রানে দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন কুমার দাস আউট হওয়ার পর ব্যাটিংয়ে নামেন সাকিব আল হাসান।

তৃতীয় উইকেটে নাজমুল হোসেন শান্তর সঙ্গে ৩২ আর চতুর্থ উইকেটে অভিষিক্ত তৌহিদ হৃদয়ের সঙ্গে ১২৫ বলে সাকিব গড়েন ১৩৫ রানের জুটি।

এই জুটিতেই ক্যারিয়ারের ২২৮তম ওয়ানডে ম্যাচে ৫৩তম ফিফটি তুলে নিয়ে সেঞ্চুরির পথেই ছিলেন সাকিব।

কিন্তু ব্যক্তিগত ৯৩ রানে দশম ওয়ানডে সেঞ্চুরি থেকে ৭ রান দূরে থাকতেই আউট হন। গ্রাহাম হিউমের অফ স্টাম্পের বেশ বাইরের বলে খোঁচা দিতে গিয়ে উইকেটকিপার লরকান টাকারের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন সাকিব।

সাকিব সাজঘরে ফেরার আগে ৮৯ বলে ৯টি বাউন্ডারির সাহায্যে ৯৩ রান করেন। তার বিদায়ে ৩৭.২ ওভারে ২১৬ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *