কথন সাংস্কৃতিক উৎসব ২০২৩ উদযাপনে প্রধান অতিথি এসএমপি কমিশনার

অদ্য ১৩/০৩/২০২৩ খ্রিঃ তারিখে কাজী নজরুল অডিটরিয়ামের মুক্ত প্রাঙ্গন মঞ্চে সিলেট জেলা প্রশাসন ও সিলেট জেলা পরিষদের সহযোগিতায় সিলেট কথন আবৃত্তি সংসদ কর্তৃক  কথন সাংস্কৃতিক উৎসব ২০২৩ উদযাপনে আয়োজন করা হয় এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের।

উক্ত অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ ইলিয়াছ শরীফ, বিপিএম (বার) পিপিএম, মহোদয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব অসিত বরণ দাস গুপ্ত, প্রতিষ্ঠতা ও সভাপতি, কথন আবৃত্তি সংসদ, সিলেট। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন জনাব হাসিনা বেগম চৌধুরী, সভাপতি সিলেট জেলা প্রেসক্লাব, জনাব গৌতম চক্রবর্তি , সাধারণ সম্পাদক সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেট, জনাব রাশেদ হাসান,  যুগ্ম-সাধারণ সম্পাদক বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ, জনাব রজত কান্তি গুপ্ত, সাংস্কৃতিক  সম্পাদক, সিলেট মহানগর আওয়ামী লীগ।

উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি আগত সবাইকে ধন্যবাদ  জানিয়ে নিজেদের সংস্কৃতি চর্চার গুরুত্ব তুলে ধরেন। বাঙালি জাতির বর্ণিল সংস্কৃতি আমাদের হৃদয়ে এক আলাদা আবেগ জোগায়।  এছাড়াও নৃত্য, গান, আবৃত্তি মানুষের মনকে সুস্থ্য রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে সম্মানিত প্রধান অতিথি মহোদয় তার বক্তব্যে তুলে ধরেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমন্ত্রিত অতিথিবৃন্দকে  ক্রেস ও উপহার তুলে দেন সম্মানিত পুলিশ কমিশনার মহোদয় জনাব মোঃ ইলিয়াছ শরীফ, বিপিএম (বার) পিপিএম, মহোদয়।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *