৫০০ উইকেট নিতে চান হাসান মাহমুদ

স্পোর্টস ডেস্ক:: জাতীয় দলের তরুণ তারকা পেসার হাসান মাহমুদ জানিয়েছেন, টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি তিন ফরম্যাটে ৫০০ উইকেট শিকার করতে চান।

রোববার বিকেল ৩টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি শুরুর  আগে হাসান বলেন, সব সংস্করণ মিলে ৫০০ উইকেট নিতে চাই।

হাসান মাহমুদ দেশের হয়ে ৬টি ওয়ানডে ও ১১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ১৭ ম্যাচে তার শিকার ২৩ উইকেট।

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৪ ওভারে ২৬ রান দিয়ে ২ উইকেট নিয়ে বাংলাদেশের জয়ে বড় অবদান রেখেছেন হাসান।

এর আগে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে অ্যাডিলেডে ভারতের বিপক্ষে ৩ উইকেট নিয়েছিলেন হাসান।

বাংলাদেশ দল নিয়ে হাসান মাহমুদ বলেন, এই মুহূর্তে আমাদের যে দলটা আছে, সেটা ওয়ান অব দ্য বেস্ট বাঞ্চ অব প্লেয়ার্স। খুবই এনার্জেটিক, সবাই মাঠে খুব চেষ্টা করে। এটা যদি ধরে রাখতে পারি,এই ব্যাচটাকে যদি রাখতে পারি, তাহলে যেকোনো সংস্করণে এগিয়ে থাকব।

ইংল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজ শেষে দলটির সেরা তারকা পেসার জফরা আর্চার ও মার্ক উডদের সঙ্গে সিরিজ শেষে কথা বলার ইচ্ছার কথা জানিয়ে হাসান মাহমুদ বলেন,সিরিজ শেষে জিজ্ঞাসা করব, তারা চাপটা কীভাবে সামলান, নতুন বল কীভাবে করে…ওনারা তো কোনো চাপ ছাড়াই বল করেন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *