হরতাল-অবরোধ আসছে কিনা, যা বললেন ফখরুল

নিউজ ডেস্ক:: গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফার আন্দোলনে হরতাল-অবরোধের মতো কঠোর কর্মসূচি আসবে কিনা- তা ভবিষ্যতে জনগণই নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখন পর্যন্ত হরতাল-অবরোধের কর্মসূচি নেই। ভবিষ্যতে আসবে কিনা এটা বলতে পারব না।  প্রয়োজন বলে দেবে ভবিষ্যতে কী হবে? জনগণই বলে দেবে। জনগণ যদি বলে, এখন হরতাল চাকা বন্ধ, তখন হরতাল চাকা বন্ধ হবে। তবে আমরা সবসময় শান্তিপূর্ণ কর্মসূচিতে বিশ্বাস করি। ইউনিয়ন পর্যায়ে পদযাত্রার কর্মসূচি দিয়েছি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ-গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আবারো রাজপথে কর্মসূচি দেব।’

মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন তিনি এসব কথা বলেন।

হরতালের কর্মসূচির বিষয় নিয়ে প্রশ্নের জবাবে মির্জা ফখরুল আরও বলেন, ‘আপনারা আন্দোলন বলতেই হরতাল-অবরোধ বুঝেন। এটা ঠিক না। পার্শ্ববর্তী দেশ ভারতে দেখেন। ওখানে হরতাল হয় না কিন্তু আন্দোলন হয়। রাস্তায় লোক নামে, লাখ লাখ লোক হেঁটে কর্মসূচি পালন করেন। ভারতজুড়ে প্রোগ্রাম করল কংগ্রেস। হাঁটল ১৪৯ দিন ধরে। এগুলো তো আন্দোলন। বিএনপি যে শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি দিচ্ছে দেখবেন একদিন জনমত এমন জায়গায় আসবে, তখন ওই হরতাল দিতে হবে না।’

তিনি বলেন, ‘সরকারি দল তো অলিখিতভাবে, অঘোষিতভাবে হরতাল দেয়। আমরা যখন বিভাগীয় সমাবেশ করেছিলাম, তখন তারা তিন দিন আগে থেকে হরতাল দিয়েছে,  রাস্তা-ঘাট, বাস-ট্রাক, স্টিমার-লঞ্চসহ পরিবহণ সব বন্ধ করে দিয়েছে।’

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *