দোনেৎস্কে সড়ক দুর্ঘটনায় ১৬ রুশ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক:: ইউক্রেনের কাছ থেকে রাশিয়ার দখলকৃত দোনেৎস্কে এক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৬ সেনা নিহত হয়েছেন।

বুধবার দোনেৎস্কে রাশিয়ার নিযুক্ত প্রশাসনের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। খবর এএফপির।

দোনেৎস্কের রাশিয়ার নিযুক্ত প্রশাসনের প্রধান দেনিশ পুশিলিন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে বলেছেন, ‘টি-০৫১৭ মহাসড়কে ট্র্যাজেডিপূর্ণ এক সড়ক দুর্ঘটনা ১৬ জনের প্রাণ কেড়ে নিয়েছে।

পুশিলিন আরও জানিয়েছে, দোনেৎস্কের তোরেজ এবং শাখতারস্কের সংযোগ সড়কে ঘটে যাওয়া ওই দুর্ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

পুশিলিন তার বার্তায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

গত ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন আক্রমণের পর থেকেই দোনেৎস্কে রুশ এবং ইউক্রেনীয় সেনাদের মধ্যে অনবরত লড়াই চালিয়ে যাচ্ছে। এ অঞ্চলটি বিভিন্ন খনিজ পদার্থ সমৃদ্ধ এবং ইস্পাত কারখানার জন্য বিখ্যাত। এ অঞ্চলটি রাশিয়া সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ না করলেও এক গণভোটের পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ অঞ্চলটিকে রাশিয়ার সঙ্গে সংযুক্ত করে নেওয়ার ঘোষণা দেন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *