ইউক্রেনে ভয়াবহ মিসাইল হামলা নিয়ে যা বললেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক:: রোববার ইউক্রেনের রাজধানী কিয়েভসহ দেশটির সব বড় শহরে মিসাইল হামলা চালিয়েছে রুশ সেনারা।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের ‘জঙ্গি কার্যক্রমের’ জবাবে এসব হামলা চালানো হয়েছে।

ক্রিমিয়া ব্রিজে শুক্রবার ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। রোববার ইউক্রেনকে এ হামলার জন্য দায়ী করেন পুতিন। এর একদিন পরেই পুরো ইউক্রেনজুরে হামলা হয়েছে।

টিভিতে দেওয়া বক্ততায় পুতিন বলেছেন, রুশ সেনারা দুরপাল্লার মিসাইল দিয়ে ইউক্রেনের জ্বালানি, সামরিক এবং যোগাযোগ স্থাপনায় হামলা চালিয়েছে।

ক্রিমিয়া ব্রিজের কথা সরাসরি উল্লেখ করে পুতিন বলেছেন, ইউক্রেনের গোয়েন্দা বাহিনী অবশ্যই ব্রিজে সন্ত্রাসী হামলার অনুমোদন, ব্যব্স্থা করেছে।

তিনি হুশিয়ারি দিয়ে বলেছেন, সামনে রাশিয়ার কোনো স্থাপনায় হামলা হলে আরও ‘কঠোর ব্যবস্থা’ নেওয়া হবে।

পুতিন টিভিতে দেওয়া বক্তব্যে আরও বলেন, যদি আমাদের অঞ্চলে সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত থাকে রাশিয়ার জবাব হবে কঠিন এবং রাশিয়ার জন্য যেমন হুমকি তৈরি করা হয়েছে এগুলোর মাত্রা তেমনই হবে। এ নিয়ে কারো কোনো সন্দেহ থাকা উচিত না।

এদিকে ক্রিমিয়া ব্রিজে হামলার ব্যাপারে সরাসরি দায় স্বীকার করেনি ইউক্রেন।তবুও এজন্য ইউক্রেনই দায়ী করেছেন প্রেসিডেন্ট পুতিন।

সূত্র: আল জাজিরা

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *