ইউক্রেনের শহরে শহরে রাশিয়ার ভয়াবহ মিসাইল হামলা

আন্তর্জাতিক ডেস্ক::ইউক্রেনের রাজধানী কিয়েভসহ দেশটির বেশ কয়েকটি শহরে সোমবার একসঙ্গে মিসাইল হামলা চালিয়েছে রুশ সেনারা।

ভোর বেলা ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে রাজধানী কিয়েভ। এরপর অন্যন্য শহরেও হামলার খবর আসতে থাকে। পোল্যান্ডের সীমান্ত ঘেষা লভিভেও মিসাইল হামলার ঘ্টনা ঘটে। তাছাড়া যুদ্ধের সম্মুখভাগে অবস্থিত দিনিপ্রো নদীর কাছেও মিসাইল হামলা হয়। বাদ যায়নি খারকিভও।

জানা গেছে, রাজধানী কিয়েভে অবস্থিত জার্মান কনস্যুলেটে রাশিয়ার ছোড়া মিসাইল আঘাত করেছে।

ইউক্রেনের কর্মকর্তারা জানান ভোর সাড়ে ছয়টার দিকে সাইরেন বেজে ওঠে। টানা ছয় ঘণ্টা এই সাইরেন অব্যাহত ছিল।

পোল্যান্ডের বর্ডার গার্ড জানায়, রাশিয়ার মিসাইল হামলার পর ইউক্রেনের সীমান্ত এলাকায় বিদ্যুৎ সংযোগে বিঘ্ন ঘটে।

কিয়েভে যেসব মিসাইল আঘাত হেনেছে সেগুলো বেলারুশ এবং কৃষ্ণ সাগর থেকে ছোড়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গত জুনের পর এবারই প্রথম রাজধানীতে মিসাইল হামলা হয়েছে। হামলা এখন পর্যন্ত কিয়েভে অন্তত ১০ জন নিহত হয়েছে বলে জানা গেছে।

তাছাড়া রাশিয়ার মিসাইল গিয়ে পরেছে খারকিভেও। সেখানে বর্তমানে বিদ্যুৎবিহীন হয়ে আছেন সাধারণ মানুষ। সেপ্টেম্বরের শুরুতে খারকিভে একসঙ্গে একাধিক মিসাইল ছুড়েছিল রাশিয়া।

সূত্র: দ্য গার্ডিয়ান, আল জাজিরা

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *