নিউজ ডেস্ক:: আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেছেন, দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হলে কোনো শক্তি নেই আওয়ামী লীগকে পরাজিত করতে পারে। নৌকা স্বাধীনতার প্রতীক, উন্নয়নের প্রতীক, সমৃদ্ধির প্রতীক। ফুলছরি-সাঘাটায় উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে হলে মাহমুদ হাসান রিপনকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে। তাকে জননেত্রী শেখ হাসিনা নৌকা দিয়েছেন। নির্বাচিত করে তাকে বিজয়ী করা স্থানীয় আওয়ামী লীগের দায়িত্ব।
রোববার দুপুরে গাইবান্ধা-৫ আসনের উপ নির্বাচনে নৌকার প্রার্থী মাহমুদ হাসান রিপনের পক্ষে প্রতিনিধি সভায় তিনি একথা বলেন।
ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগ আয়োজিত উপজেলা চত্বরে ওয়ার্ড , ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি- সাধারণ সম্পাদক, দলীয় চেয়ারম্যানদের নিয়ে এ প্রতিনিধি সভার আয়োজন করা হয়।
এসএম কামাল হোসেন বলেন, যারা আওয়ামী লীগ করেন, যারা নৌকাকে ভালোবাসেন, যারা আমাদের নেত্রীকে ভালোবাসেন, যারা মরহুম ফজলে রাব্বী মিয়াকে ভালোবাসেন তাদের নৈতিক দায়িত্ব নৌকাকে বিজয়ী করা। কারণ এ নির্বাচনে নৌকার প্রার্থী হেরে গেলে আওয়ামী লীগ হেরে যাবে। আগামীতে ভোটে প্রভাব পড়বে। কাজেই ঐক্যবদ্ধভাবে নৌকাকে বিজয়ী করতে হবে।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি জিএম জিএম সেলিম পারভেজের সভাপতিত্বে এতে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা পৌরসভার সাবেক মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার প্রমুখ।