ইসরাইলে প্রতিনিধিদল পাঠানোর খবর প্রত্যাখ্যান করল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক::পাকিস্তান সরকার সে দেশের পক্ষ থেকে ইসরাইলে প্রতিনিধিদল পাঠানোর খবর প্রত্যাখ্যান করেছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আসিম ইফতিখার শুক্রবার এক বিবৃতিতে এ কথা বলেন। খবর দ্য প্রিন্টের।

তিনি বলেন, ফিলিস্তিন ইস্যুতে ইসলামাবাদের নীতি-অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। এ সংক্রান্ত নীতি সুস্পষ্ট— ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকারের প্রতি ইসলামাবাদের সমর্থন রয়েছে।

আসিম ইখতিখার আরও বলেন, যে আলোচনা বা বৈঠকের কথা বলা হচ্ছে, তা বিদেশে অবস্থিত একটি বেসরকারি সংস্থার পক্ষ থেকে আয়োজন করা হয়েছে। পাকিস্তানের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।

এর আগে বিভিন্ন গণমাধ্যম দাবি করেছিল, গোপন আলোচনায় অংশ নিতে ইসরাইল সফর করছেন পাকিস্তানের সাবেক প্রতিমন্ত্রীসহ একটি প্রতিনিধিদল।

ইসরাইলি পত্রিকা জেরুজালেম পোস্টের খবরে বলা হয়, প্রতিনিধিদলটিতে ছিলেন সাবেক প্রধানমন্ত্রী পারভেজ মোশাররফের সরকারের উন্নয়নমন্ত্রী ও পাকিস্তান ক্রিকেট কাউন্সিলের সাবেক চেয়ারম্যান নাসিম আশরাফ। তিনি ৯ সদস্যের প্রতিনিধিদলটির নেতৃত্ব দেন।

এর পরই পাকিস্তান সরকার তাদের পক্ষ থেকে বর্ণবাদী ইসরাইলে প্রতিনিধিদল পাঠানোর খবর প্রত্যাখ্যান করল।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *