ডায়ানার সেই গাড়ি নিলামে ৮৬৫৯৩৭ ডলারে বিক্রি

আন্তর্জাতিক ডেস্ক::  প্রিন্সেস ডায়ানার শখের ফোর্ড এসকর্ট স্পোর্টস একসেই গাড়ি নিলামে ৮ লাখ ৬৫ হাজার ৯৩৭ ডলারে (৭ লাখ ৩৭ হাজার পাউন্ড) বিক্রি হয়েছে।

ইংল্যান্ডের মধ্যাঞ্চলীয় শহর ওয়ারওইকশায়ারে শনিবার এ নিলাম অনুষ্ঠিত হয়। খবর ডেইলির সাবাহর।

আরএস মডেলের এই গাড়ি ৪০ হাজার কিলোমিটার চালিয়ে ছিলেন প্রিন্সেস ডায়ানা।  ডায়ানা ১৯৮৫ সালের আগস্ট থেকে প্রায় ৩ বছর এই গাড়িটি ব্যবহার করেছিলেন।

চেলসি এবং কেনসিংটনের বুটিক শপের কাছে এই গাড়িতে তার কিছু ছবি আছে। সিলভারস্টোন অকশন গাড়িটি যুক্তরাজ্যের চেশায়ারের বিক্রেতার কাছে বিক্রি করেছে।

নিলাম আহ্বানকারী জোনাথন হাম্বার্ট বলেন, এই গাড়ির প্রতি মানুষের ব্যাপক আগ্রহ ছিল। এটির জন্য গত ১২ বছরের মধ্যে সবচেয়ে বেশি টেলিফোন কল পেয়েছেন বলে জানান তিনি।

তিনি জানান, ১ লাখ পাউন্ড থেকে ডাক শুরু হয়। এরপর দ্রুত দুবাই এবং কভেন্ট্রির প্রতিযোগীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। শেষে চেশায়ারের ক্রেতা নিলাম জেতেন। এর আগে গত বছরের জুনে ডায়ানার আরেকটি ফোর্ড এসকর্ট গাড়ি ৫২ হাজার পাউন্ডে বিক্রি হয়।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *