‘রুশদের বিরুদ্ধে লড়াই বন্ধ করলে ইউক্রেন থাকবে না’

আন্তর্জাতিক ডেস্ক:: যদি রাশিয়া ইউক্রেনে তাদের লড়াই বন্ধ করে দেয় তাহলে ইউক্রেনে কোনো যুদ্ধ থাকবে না। কিন্তু ইউক্রেন যদি রুশদের বিরুদ্ধে লড়াই করা বন্ধ করে দেয় তাহলে ইউক্রেনই থাকবে না বলে মন্তব্য করেছেন ইউরোপিয়ান কমিশনের চেয়ারম্যান উরসুলা ভন দার লিয়েন।

শনিবার ফ্রান্সে একটি অনুষ্ঠানে এমন মন্তব্য করে ইউরোপিয়ান কমিশনের চেয়ারম্যান। খবর আলজাজিরার।

এমন মন্তব্যের মাধ্যমে মূলত রুশদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার জন্য সাধারণ ইউক্রেনীয়দের আহ্বান জানিয়েছেন ভন দার লিয়েন।

এ ছাড়া বিশ্ব যেন ইউক্রেনকে সহায়তা অব্যহত রাখে সেই আবেদনও জানিয়েছেন তিনি। তিনি বলেন, ইউক্রেন নিজেদের জন্য লড়াই করছে না তারা ইউরোপের জন্যও লড়াই করছে।

এ ব্যাপারে উরসুলা ভন দার লিয়েন বলেন, শান্তির জন্য এগিয়ে আসা মানে ইউক্রেনের জন্য এগিয়ে আসা। ইউক্রেন তাদের গণতন্ত্রের জন্য, আত্মপরিচয়ের জন্য লড়াই করছে। ইউক্রেনীয়রা শুধুমাত্র নিজেদের জন্য লড়াই করছে না, তারা ইউরোপের জন্যও লড়াই করছে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *