‘হৃদয়ে ৭১ ফাউন্ডেশন কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ’র আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় শোক দিবস উপলক্ষে হৃদয়ে ৭১ ফাউন্ডেশন কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের উদ্যাগে আলোচনা সভা ও শোক কথা সংকলন এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকাল ৫টায় সিলেট জেলা প্রেসক্লাবে এই মোড়ক উন্মোচনের আয়োজন করা হয়।

হৃদয়ে ৭১ ফাউন্ডেশনের চেয়ারম্যান ইব্রাহীম আহমদ জেসির সভাপত্বিতে ও হৃদয়ে ৭১ ফাউন্ডেশন সিলেট জেলা শাখার সাবেক সহ-সভাপতি জে. এইচ জাহেদ জায়গীরদার এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ছাদ উদ্দিন আহমদ।

প্রধান আলোচকের বক্তব্য রাখেন- সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল-আজাদ।

বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- রাজনীতিবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রিন্স সদরুজ্জামান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য ও কবি সাহিত্যক সাবিনা আনোয়ার।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন জাকারিয়া চৌধুরী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- মুক্তিযুদ্ধা পাঠাগার সিলেটের সভাপতি শেখ নুরুল হক, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের উপ-ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মনজুরুল হক, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সৈয়দ এমদাদুল হক ফাহিম, মদন মোহন কলেজ ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি হিফজুর রহমান, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা ফুয়াদ আহমদ, শান্ত মল্লিক। স্বাগত বক্তব্য রাখেন রুবেল আহমদ।

শোক প্রস্তাব পাঠ করেন মাহদি মাহি, কবিতা পাঠ করেন এম এ করিম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট জেলা ছাত্রলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জামিল আহমেদ, রাশেদ ইকবাল চৌধুরী, মামুন আহমেদ, কাওছার আহমদ, মো. শুকুর, শাহরিয়ার ইসলাম রিয়াদ, তারেক জামিল, মামুন চৌধুরী, তানভীর আহমদ প্রমুখ।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *