সেই ঘটনায় নোবেলকে আইনি নোটিশ

বিনোদন ডেস্ক:: নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জাতীয় সংগীত নিয়ে বিতর্কিত মন্তব্য করায় কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে আইনি নোটিশ পাঠিয়েছেন চট্টগ্রামের এক আইনজীবী।

রোববার ডাকযোগে নোবেলের ঢাকার বাসার ঠিকানায় এ নোটিশ পাঠান মিঠুন বিশ্বাস নামে ওই আইনজীবী।

আইনজীবী মিঠুন বিশ্বাস বলেন, নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে বিদ্বেষমূলক পোস্টগুলো ফেসবুক থেকে অপসারণ করে নিজের ভুল স্বীকার করে নোবেলকে ক্ষমা চাইতে হবে। অন্যথায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হবে।

নোটিশে বলা হয়, ১০ ও ১১ আগস্ট নোবেলের ভেরিফায়েড ফেসবুক পেজ ‘নোবেল ম্যান’ থেকে রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় সংগীত নিয়ে পৃথক দুটি পোস্ট দেওয়া হয়। যেখানে বিদ্বেষমূলক মন্তব্যের মাধ্যমে জাতীয় সংগীতের বিরুদ্ধাচার করা হয়েছে। একই সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের বিরুদ্ধে আক্রমণাত্মক, মিথ্যা, মানহানিকর অপপ্রচারের মাধ্যমে দেশের প্রতিটি নাগরিকের হৃদয়ে আঘাত করেছেন নোবেল। এটি দেশের প্রচলিত আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *