অনন্ত জলিলের মন্তব্যের জবাবে যা বললেন মিশা

বিনোদন ডেস্ক :: অনন্ত জলিলের ‘দিন দ্য ডে’ সিনেমা নিয়ে আলোচনা-সমালোচনা থামছেই না। এবার ঢাকাই ছবির খলঅভিনেতা মিশা সওদাগরের সঙ্গে টানাপোড়েন চলছে অনন্তের।

এ দ্বন্দ্বের শুরুটা করেন মিশা সওদাগরই। শতকোটি টাকা ব্যয়ে সিনেমা বানিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রির কোনো লাভ করেননি অনন্ত —এমন মন্তব্য করেছিলেন মিশা।

এ অভিনেতার এমন মন্তব্যে পরিপ্রেক্ষিতে ‘দিন দ্য ডে’র নায়ক অনন্ত বলেন, ‘আমাকে নিয়ে মন্তব্য করার যোগ্যতা মিশা সওদাগরের নেই। কারণ চলচ্চিত্রের উন্নয়নে মিশার কোনো অবদানই নেই। ’

কথার একপর্যায়ে ক্ষেপে গিয়ে অনন্ত বলেন, ‘তিনি (মিশা) আমার ছবি নিয়ে বলার কে? তার দ্বারা সিনেমার উন্নতি হয়নি। যার কোনো ধরনের ইনভেস্টমেন্ট নেই, যার নতুন ক্রিয়েটিভিটি নেই, তার দ্বারা চলচ্চিত্রের উন্নতি হবে কীভাবে?

শনিবার রাজধানীর ব্লকবাস্টার সিনেমাসে ছবি দেখতে এসে সাংবাদিকদের সামনে অনন্ত জলিল এসব কথা বলেন।
এদিকে অনন্ত জলিলের এমন মন্তব্যের জবাবে মিশা সওদাগর জানিয়েছেন, ‘অনন্ত জলিল তার বলা কথাগুলো ভুলভাবে বুঝেছেন কিংবা ভুলভাবে ব্যাখ্যা করেছেন। তিনি অনন্তর সমালোচনা করেননি। শুধু সিনেমার বাজেট নিয়ে কথা বলেছেন।’

গণমাধ্যমকে মিশা আরও বলেন, ‘হতে পারে কেউ আমার কথার ভুল ব্যাখ্যা তাকে দিয়েছে। আমি আসলে অনন্ত জলিলের সমালোচনা করিনি। করেছিলাম বাজেটের।  ১২০ কোটি টাকায় একটা ছবি না বানিয়ে যদি এই বাজেট দিয়ে একটা স্টুডিও বানিয়ে দিতেন অনন্ত তা হলে সেই স্টুডিও থেকে শাকিব খান, শুভ, বাপ্পি, সাইমন ও সিয়ামদের ছবিও বানানো যেত। আমরা সবার ছবির সেখানে কাজ হতো। ঠিক বলিউডের শাহরুখ খানের রেড চিলির মতো। আমার কথার মূল উদ্দেশ্য ছিল এটিই। কিন্তু সেটি না বুঝে উল্টাটা বুঝলেন অনন্ত জলিল। ’

চলচ্চিত্রে মিশার কোনো অবদান নেই— অনন্ত জলিলের এ মন্তব্যের বিষয়ে এ খলঅভিনেতা বলেন,  ‘অবদান না থাকলে তো আর তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতাম না। আমি নিজেও ছবি প্রযোজনা করেছি। ছবিটি ততটা ব্যবসা করেনি।’

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *