জিল্লুর ভাণ্ডারি হত্যা: যাবজ্জীবন দণ্ডিত আসামি তোতা ঢাকায় গ্রেফতার

নিউজ ডেস্ক::  চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় সাত বছর আগের জিল্লুর ভাণ্ডারি হত্যা মামলার রায়ে দণ্ডিত এক আসামিকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

রোববার ভোরে ঢাকার তুরাগ থানার কামারপাড়া এলাকা থেকে তোতা মিয়া নামে যাবজ্জীবন সাজার ওই আসামিকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৭ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এমএ ইউসুফ এ তথ্য নিশ্চিত করেছেন। চট্টগ্রামের চান্দগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে জানান, তোতা মিয়া সপরিবারে ঢাকায় আত্মগোপন করে ছিলেন।

তিনি বলেন, আগে গ্রেফতার এক আসামির দেওয়া তথ্যে বেশ কয়েক মাসের নজরদারির পর তোতা মিয়াকে ভোর রাতে গ্রেফতার করা হয়।

২০১৫ সালের ২১ জানুয়ারি রাতে রাঙ্গুনিয়া উপজেলার রানীরহাট প্রাথমিক বিদ্যালয়ের মূল ফটকের কাছে জিল্লুর রহমান ওরফে জিল্লুর ভাণ্ডারিকে মারধরের পর গুলি করে হত্যা করা হয়।

ওই ঘটনায় নিহতের ছোট ভাই মোহাম্মদ আজিম উদ্দিন রাঙ্গুনিয়া থানায় হত্যা মামলা করেন।

গত ১৫ ফেব্রুয়ারি চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ ছামিদুল ইসলাম এ মামলার রায়ে দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

গ্রেফতার তোতা মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানান এই র‌্যাব কর্মকর্তা।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *