সাহেবের বাজার হাই স্কুল এন্ড কলেজের নির্বাচন সম্পন্ন

সাহেবের বাজার হাই স্কুল এন্ড কলেজের গর্ভণিং বডির নির্বাচন উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (১৩ আগস্ট) সকাল ১০ টা থেকে শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত।

বিকাল সাড়ে ৫ টার সময় নির্বাচনী ফলাফল ঘোষণা করেন সিলেট সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গোলাম রব্বানী মুজমদার।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী স্কুল শাখার অভিভাবক সদস্য পদে ২ জন সদস্য নির্বাচিত হন। মো. আরব আলী ৩০১ ভোট পেয়ে ১ম ও মো. আব্দুস শহীদ ২৩২ ভোট পেয়ে ২য় স্থান অধিকারী হন।

সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে মোছা. দিলারা বেগম ৪৭০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেলিনা বেগম ২০৪ ভোট পান। স্কুল শাখার শিক্ষক সদস্য পদে মো. হাবিবুর রহমান ৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী মাও শামছুর রহমান ৪ ভোট পান।

তবে কলেজ শাখার অভিভাবক সদস্য পদে ২ জন, দাতা সদস্য পদে ১ জন ও কলেজ শাখার ১ জন শিক্ষক সদস্য পদে প্রতিদ্বন্দ্বি কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪ জন সদস্য নির্বাচিত হয়েছেন। তারা হলেন, দাতা সদস্য পদে সাহেবের বাজার হাই স্কুল এন্ড কলেজের গভাণিং বডীর সাবেক সভাপতি আফছর উদ্দীন, কলেজ শাখার অভিভাবক সদস্য পদে সাহেবের বাজার হাই স্কুল এন্ড কলেজের সাবেক গভার্ণিং বডীর সদস্য সামছুল আবেদীন ও রফিক আহমদ, কলেজ শাখার শিক্ষক সদস্য পদে সাহেবের বাজার হাই স্কুল এন্ড কলেজের প্রভাষক রিপন চন্দ্র সাহা।

এসময় উপস্থিত ছিলেন, খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাহেবের বাজার হাই স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি মো. দিলোয়ার হোসেন, সাহেবের বাজার হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ দেবেন্দ্র কুমার সিংহ, ৭নং ওয়ার্ডের মেম্বার আনছার আলী, সাবেক মেম্বার মো. ইলিয়াছ আলী, জালাল আহমদ, দেলোয়ার হোসাইন, এমরান আলী তালুকদার, ইয়াংস্টার সমাজকল্যাণ সংস্থার সভাপতি মো. মতিউর রহমান।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *