তাইওয়ানের ক্ষেপণাস্ত্র উৎপাদন প্রকল্পের শীর্ষ কর্মকর্তার লাশ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক:: হোটেল থেকে তাইওয়ানের ক্ষেপণাস্ত্র উৎপাদন প্রকল্পের শীর্ষ কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়েছে।

উ ইয়াং লি-সিং নামে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উন্নয়ন শাখার ওই উপপ্রধানের মরদেহ শনিবার সকালে উদ্ধার করা হয়। খবর ইউএস নিউজের।

দেশটির দক্ষিণাঞ্চলের একটি হোটেলে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর কারণ জানা যায়নি।

উ ইয়াং লি-সিং তাইওয়ানের দক্ষিণাঞ্চলীয় শহর পিংটংয়ে একটি ব্যবসায়িক সফরে গিয়েছিলেন।

তিনি দেশটির ক্ষেপণাস্ত্র তৈরিসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্পের দেখভালের দায়িত্বে ছিলেন।

চীনের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতির জন্য এ বছর ক্ষেপণাস্ত্র তৈরির লক্ষ্যমাত্রা দ্বিগুণ করে ৫০০ ক্ষেপণাস্ত্র উৎপাদন করতে যাচ্ছে তাইওয়ান।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *