পাপুয়া নিউগিনির চেয়েও বাজে অবস্থানে বাংলাদেশের ব্যাটাররা

স্পোর্টস ডেস্ক::  ওয়ানডে ফরম্যাটের বাঘ টি-টোয়েন্টিতে যেন বিড়াল! বাংলাদেশ ক্রিকেট দলের এ অবস্থা এখন। কুড়ি ওভারের সংস্করণে এখনবধি নিজেদের মেলে ধরতে পারছেন না টাইগাররা।

এর অন্যতম কারণ— টি-টোয়েন্টির মেজাজে ব্যাটিং করতে ব্যর্থ টাইগাররা। এই ফরম্যাটের সর্বশেষ খেলায় দুর্বল দল জিম্বাবুয়ের কাছে সিরিজ হেরেছে বাংলাদেশ।

এই হারের কারণ জানাতে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, বাংলাদেশের ব্যাটাররা এখনো এটিই জানে না যে, চার-ছয় কোথায় দিয়ে মারতে হয়।

কথাটা আগেই স্বীকার করেছিলেন টাইগার ব্যাটাররা। তারা বলেছিলেন, ক্রিস গেইল, রোহিত শর্মাদের মতো পাওয়ার হিটার নন তারা। বলেকয়ে ছক্কা হাঁকানোর স্ট্যামিনা নেই তাদের।

সর্বোপরি বিষয়টি ধরা পড়ল আইসিসি প্রকাশিত টি-টোয়েন্টি র্যাংকিংয়েও। যেখানে ব্যাটারদের র্যাংকিংয়ে স্কটল্যান্ড ও পাপুয়া নিউগিনির মতো দেশেরও নিচে বাংলাদেশিরা।

মঙ্গলবার আইসিসি সর্বশেষ প্রকাশিত র্যাংকিংয়ে সেরা ৩৬ ব্যাটারের মধ্যেও নেই বাংলাদেশের কেউ। বাংলাদেশের ব্যাটারদের আগে রয়েছে আফগানিস্তান, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড ও পাপুয়া নিউগিনির ব্যাটার।

৩৭ নম্বরে স্থান পেয়েছেন আপাতত জাতীয় দলের বাইরে থাকা ওপেনার নাইম শেখ, যা টি-টোয়েন্টি ফরম্যাটটি বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সেরা অবস্থান।

মাহমুদউল্লাহর অবস্থান ৪২ নম্বরে। লিটন দাস আছেন ৪৯তম অবস্থানে।আফিফ হোসেনের অবস্থান ৫৪ নম্বরে।

তবে এ লজ্জাকে কিছুটা হলেও ঢাকার চেষ্টা করেছেন সাকিব আল হাসান। অলরাউন্ডার র্যাংকিংয়ে যথারীতি দুই নম্বরে অবস্থান করছেন সাকিব। এই ক্যাটাগরিতে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি তিনিই।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *