এবার ইউরোপে বিদ্যুৎ দেবে ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক:: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তারা সিদ্ধান্ত নিয়েছেন যে, দেশের বাইরে বিদ্যুতের রপ্তানি বাড়ানো হবে। এ বিষয়ে ইউরোপের দেশগুলোকে বিদ্যুৎ দেওয়ার কথা ভাবছে তার দেশ।

বুধবার রাতে নিয়মিত বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

তিনি জানান, বিষয়টি নিয়ে তারা ইতোমধ্যে কাজ করতে শুরু করে দিয়েছেন। তার দাবি, এর ফলে ইউরোপের দেশগুলোর সুবিধা হবে।

ইউরোপের বেশ কয়েকটি দেশে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া। আবার কোনো কোনো দেশে গ্যাস সরবরাহ কমিয়ে দিয়েছে। ইউক্রেন বিদ্যুৎ রপ্তানি করলে সেই সমস্যার কিছুটা সুরাহা বলে মনে করছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

জেলেনস্কি বলেন, এর ফলে আরও দুটি সুবিধা হবে। এক. ইউক্রেনের হাতে বিদেশি মুদ্রা আসবে এবং দুই. প্রাকৃতিক সম্পদের ক্ষেত্রে রাশিয়ার ওপর ইউরোপের নির্ভরতা কমবে।

রাশিয়া বা ইইউ অবশ্য এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

সূত্র: ডয়েচে ভেলে, দ্য স্ট্রেইস টাইমস

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *