গুজরাটে বিষাক্ত মদপানে ২১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক:: ভারতের গুজরাটে বিষাক্ত মদপানে অন্তত ২১ জন মারা গেছে। এ ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন আরও ৩০ জন।

বিষাক্ত মদপানে মৃতদের অধিকাংশই শ্রমিক বা দিনমজুর। বিষাক্ত মদপানে মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ। খবর এনডিটিভির।

বিষাক্ত মদপানের কারণে সোমবার (২৫ জুলাই) ভারতের ওই রাজ্যে এ প্রাণহানির ঘটনা ঘটে।

এ ছাড়া অসুস্থ হয়ে বোটাদ, ভাবনগর এবং আহমেদাবাদ হাসপাতালে ৩০ জনেরও বেশি মানুষ চিকিৎসাধীন। অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

মদ খাওয়ার ঘটনাটি ঘটে গুজরাটের আহমেদাবাদ ও বোটাদ জেলার বেশ কয়েকটি গ্রামে। এসব এলাকার বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা গ্রামে নকল মদ বিক্রির সঙ্গে জড়িত বলে জানা গেছে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *