খেলা চলাকালে সতীর্থের জীবন বাঁচালেন আসিফ (ভিডিও)

গত ২১ জুলাই আজারবাইজানের গাবালা এফকের মধ্যকার দ্বিতীয় কোয়ালিফাইং রাউন্ডের প্রথম লেগে ঘটে এ ঘটনা।

ম্যাচে বল নিজের আয়ত্তে নিতে শূন্যে ঝাঁপিয়েছিলেন দুদলের দুই খেলোয়াড়। শূন্যে থাকাবস্থায় দুজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে গাবালার ফুটবলার ইলকিন কিরতিমভ মারাত্মক চোট পান। চোট এতটাই মারাত্মক ছিল যে, তিনি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

এ সময় চিকিৎসক আসার আগেই দৌড়ে আসেন গাবালার অধিনায়ক আসিফ মাম্মাদোভ। বুঝতে পারেন সতীর্থ কিরতিমভের অবস্থা সংকটাপন্ন। যে কোনো মুহূর্তে মৃত্যু ঘটতে পারে তার! তাই কিরতিমভ যেন জিভ কামড়ে না ফেলেন সে জন্য তার চোয়াল ধরে রাখেন আসিফ। এ সময় চিৎকার করে চিকিৎসক দলকে মাঠে ডাকেন তিনি।

আসিফকে স্ট্রেচারে করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাকে শঙ্কামুক্ত ঘোষণা করেন।

চিকিৎসকরা জানান, আসিফের এই প্রচেষ্টায় শেষ পর্যন্ত বেঁচে গেছে কিরতিমভের জীবন।  নতুবা বড় ধরনের বিপদ ঘটতে পারত।

ভিডিও দেখুন—

ম্যাচে জোড়া গোল করেছেন ফেহেরভারের কেনান কোদ্রো। একটি গোল এসেছে আদ্রিয়ান রুশের পা ছুঁয়ে। শেষ মিনিটে দলের হয়ে এক হালি পূরণ করেন বুদু জিভজিভাজে।

গাবালার পক্ষে একটি গোল শোধ করেন র‌্যাফেল আলিমাও। ম্যাচে গাবালাকে ৪-১ গোলে হারিয়েছে ফেহেরভার।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *