তাকে যেন সৃষ্টিকর্তা কবুল করেন: ইলিয়াস কাঞ্চন

বিনোদন ডেস্ক:: মঙ্গলবার ছিল ঢাকাই ছবির মিষ্টি মেয়েখ্যাত কবরী সারোয়ারের জন্মদিন।

চলচ্চিত্রের এই কিংবদন্তি নায়িকা ২০২১ সালের ১৭ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান।

প্রয়াত এ অভিনেত্রীর জন্মদিন দোয়া-মাহফিল ও কেক কেটে পালন করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি।

সমিতির সভাপতি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের উপস্থিতিতে এদিন রাত ৮টার দিকে এফডিসিতে সমিতির কার্যালয়ে কেক কাটা হয়।

এ সময় ইলিয়াস কাঞ্চন বলেন, ‘কবরী আপা অন্য ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তাকে যেন সৃষ্টিকর্তা কবুল করেন।’

এ সময় আরও উপস্থিত ছিলেন শিল্পী সমিতির সহসাধারণ সম্পাদক সাইমন সাদিক ও কার্যনির্বাহী পরিষদের সদস্য চিত্রনায়ক অমিত হাসানসহ অনেকে।

কেক কাটার আগে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘কবরী আপা আমাদের মাঝে নেই। এটিই সবচেয়ে বেশি মনে পড়ছে। সে জন্য আমি এবং আমাদের সমিতির পক্ষ থেকে দোয়ার আয়োজন করেছি। আপনারা যারা দেখছেন তারাও দোয়া করবেন; তাকে যেন সৃষ্টিকর্তা কবুল করেন। তিনি অন্য ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন।’

এর পর শিল্পী সমিতির সভাপতি বলেন, ‘আমি দেখেছি— আমরা অনেকের সম্পর্কে অনেক কিছু ধারণা করি। কিন্তু আমাদের কুরআনে কিন্তু নিষেধ করেছে মনগড়া ধারণা করার ব্যাপারে। সেই ধারণা ভুল হতে পারে। সেই ভুল ধারণার জন্য নিজে গুনাহগার হতে পারি। সৃষ্টিকর্তা কখন কার প্রতি সন্তুষ্ট হন আমরা কেউ জানি না। এ বিষয়টি সৃষ্টিকর্তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। কাউকে আল্লাহ সম্মান দেন আর কাউকে আল্লাহ অসম্মান করেন। এই বিষয়গুলো আছে।  আল্লাহ যাকে ইচ্ছা তাকে তিনি মাফও করে দেন। ’

‘বেদের মেয়ে জ্যোৎস্না’খ্যাত তারকা বলেন, ‘কিন্তু আমরা যারা চলচ্চিত্রের মানুষ তাদের নিয়ে অনেকে অনেক নেতিবাচক ধারণা করেন। কটাক্ষ করেন। এটা করবেন না। সৃষ্টিকর্তা আল্লাহতায়ালা কাকে কীভাবে ভালোবাসেন, কীভাবে কবুল করবেন আমরা কেউ জানি না। একদমই তার নিজের ব্যক্তিগত ব্যাপার এটা।’

প্রসঙ্গত, ১৯৫০ সালের ১৯ জুলাই চট্টগ্রাম জেলার বাঁশখালীতে জন্মগ্রহণ করেন অভিনেত্রী কবরী সারোয়ার।  সেই সময় তার নাম ছিল মিনা পাল। পিতা শ্রীকৃষ্ণ দাস পাল এবং মা শ্রীমতি লাবণ্য প্রভা পাল।

১৯৬৪ সালে সুভাষ দত্তের পরিচালনায় ‘সুতরাং’ সিনেমার নায়িকা হিসেবে অভিনয় জীবনের শুরু কবরীর।

নারায়ণগঞ্জের ব্যবসায়ী শফিউদ্দিন সারওয়ারকে বিয়ের পর তিনি কবরী সারওয়ার নামে পরিচিতি পান। ২০০৮ সালে তাদের বিয়েবিচ্ছেদ হয়। এর পর যখন রাজনীতিতে আসেন এবং সংসদ সদস্য হন, তখন থেকে তিনি সারাহ বেগম কবরী নামে পরিচিত।

নায়করাজ রাজ্জাকের সঙ্গে কবরীর জুটি এখন পর্যন্ত নিঃসন্দেহে বাংলাদেশের সিনেমায় সবচেয়ে জনপ্রিয় এবং আলোচিত জুটি।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *