বিক্ষোভে উত্তাল শ্রীলংকা, প্রধানমন্ত্রীর বাড়িতে ঢুকে পড়ল বিক্ষোভকারীরা

আন্তর্জাতিক ডেস্ক:: শ্রীলংকার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের নাম ঘোষণা করেছেন দেশটির স্পিকার।

সাবেক প্রেসিডেন্ট গোতবায়া রাজাপাকসে মালদ্বীপে পালিয়ে যাওয়ার পর প্রধানমন্ত্রীকে প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হয়।

এরপরই রাজধানী কলম্বোর প্রাণকেন্দ্রে ফের জড়ো হতে থাকেন বিক্ষোভকারীরা। বিক্রমাসিংহেরও পদত্যাগের দাবি জানাচ্ছেন তারা।

রনিল বিক্রমাসিংহেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান না সাধারণ বিক্ষোভকারীরা। তারা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন টেম্পল ট্রিসে ঢুকে পড়েছেন।  তবে বিক্রমাসিংহে তার সরকারি বাড়িতে নেই।  গত শনিবার থেকে তিনিও গোপনস্থানে গা ঢাকা দিয়েছেন।

এর আগে মিলিটারি পুলিশের সঙ্গে সাধারণ বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। তাদের ওপর টিয়ারশেল ছোঁড়ে পুলিশ। কিন্তু তা সত্ত্বেও প্রধানমন্ত্রীর বাড়ির দখল নেন তারা।

বিক্ষোভকারীরা জানিয়েছেন, বিক্রমাসিংহেও রাজপাকসের ঘনিষ্ঠ লোক। সে রাজাপাকসেদের দুর্নীতি এবং বিভিন্ন কুকর্মে সহায়তা করেছে।

গণমাধ্যম বিবিসির সঙ্গে একজন বিক্ষোভকারী জানিয়েছেন, রনিল রাজাপাকসে যদি ক্ষমতায় থাকেন তাহলে তাদের আন্দোলন বৃথা যাবে।

সূত্র: বিবিসি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *