বড় শহরগুলোতে কখন কোথায় ঈদ জামাত

নিউজ ডেস্ক:: আগামীকাল রোববার পবিত্র ঈদুল আজহা। এদিন দেশের সর্বত্র ঈদ জামাত অনুষ্ঠিত হবে। বড় শহরগুলোতে ভিন্ন ভিন্ন সময়ে প্রধান জামাতসহ একাধিক জামাত অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও বরিশালসহ বড় কয়েকটি শহরে অনুষ্ঠেয় ঈদ জামাতের সময় ও স্থান তুলে ধরা হলো।

এদিকে করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণের কারণে জামাতে কঠোর স্বাস্থ্যবিধি মানার অনুরোধ জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। জায়নামাজ ছাড়া কোনো ব্যাগ, ভারী বস্তু বা অন্য কোনো দ্রব্য জামাতস্থলে নিয়ে যাওয়া যাবে না। ব্যুরোর পাঠানো খবর :

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ব্যবস্থাপনায় প্রধান জামাত সকাল পৌঁনে ৮টায় জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জামাত সকাল পৌনে ৯টায় অনুষ্ঠিত হবে। এছাড়া সকাল সাড়ে ৭টায় লালদীঘি এলাকার চসিক শাহী জামে মসজিদ, সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, হজরত শেখ ফরিদ (র.) চশমা ঈদগাহ মসজিদ, চকবাজার সিটি করপোরেশন জামে মসজিদ, জহুর হকার্স মার্কেট জামে মসজিদ, দক্ষিণ খুলশী (ভিআইপি) আবাসিক এলাকা জামে মসজিদ, আরেফীন নগর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ ও মা আয়েশা সিদ্দিকী চসিক জামে মসজিদে জামাত অনুষ্ঠিত হবে।

সকাল ৮টায় চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির ব্যবস্থাপনায় প্রধান জামাত এমএ আজিজ স্টেডিয়ামসংলগ্ন জিমনেশিয়াম মাঠে অনুষ্ঠিত হবে।

রাজশাহী : সকাল ৮টায় রাজশাহী মহানগরীর হজরত শাহমখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহ মাঠে প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এখানে সকাল ৮টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। মহানগরীর বিভিন্ন এলাকায় ৫০টি এবং ৯টি উপজেলায় ৩৫০টি ঈদগাহে সকাল ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

সিলেট : ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে সকাল ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া সকাল ৮টায় হজরত শাহজালাল (রহ.) মাজার মসজিদ, সকাল সাড়ে ৭টায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ, সকাল ৭টা, ৮টা ও ৯টায় বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ জামে মসজিদে তিনটি জামাত, সকাল সাড়ে ৭টা থেকে ১০টার মধ্যে বন্দরবাজারের কালেক্টরেট জামে মসজিদে তিনটি জামাত অনুষ্ঠিত হবে।

খাসদবীর মদীনাতুল উলুম দারুস সালাম মাদ্রাসায় সকাল সাড়ে ৭টায় প্রথম ও ৮টায় দ্বিতীয় জামাত, জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজির বাজার মাদ্রাসা মাঠে সকাল সাড়ে ৭টায়, পাঠানটুলা নবাবী ঈদগাহে সকাল ৮টায়, গৌছুল উলুম জামেয়া ইসলামিয়া পশ্চিম পীর মহল্লা মাদ্রাসা মাঠে সকাল ৮টায়, জামেয়া ইমদাদিয়া ইসলামিয়া সিরাজনগর শাহপরান মাদ্রাসায় সকাল ৮টায়, দক্ষিণ সুরমার সিলাম চকের বাজার শাহী ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায় প্রথম ও দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায়, লাউয়াই-পিরিজপুর ঈদগাহ ময়দানে সকাল ৮টায়, নগরীর টিলাগড় শাহ মাদানী ঈদগাহ ময়দানে সকাল ৮টায়, টুকেরবাজার ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় জামাত অনুষ্ঠিত হবে।

বরিশাল : সকাল ৭টায় বরিশাল নগরের বান্দ রোডের হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া নগরের কয়েকটি বড় মজসিদে দুটি করে জামাত অনুষ্ঠিত হবে। সকাল ৭টায় ও সকাল সাড়ে ৭টায় বায়তুল মোকাররম মসজিদে দুটি জামাত, সকাল ৮টায় জামে কশাই মসজিদ ও সাড়ে ৯টায় এবায়েদুল্লাহ মসজিদে জামাত অনুষ্ঠিত হবে।

সকাল সাড়ে ৮টায় সদর উপজেলার চরমোনাই মাদ্রাসায়, সকাল ৭টায় পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার শর্ষিনা মাদ্রাসায় এবং সকাল সাড়ে ৭টায় ঝালকাঠির সদর উপজেলার বাসন্ডা নেছারাবাদ মাদ্রাসায় ঈদের নামাজ আদায় করা হবে।

বগুড়া : সকাল সাড়ে ৮টায় বগুড়া শহরের সূত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে প্রধান জামাত অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া অনুকূলে না থাকলে একই সময়ে বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদ, কেন্দ্রীয় বড় মসজিদ ও সূত্রাপুর মারকাজ মসজিদে জামাত অনুষ্ঠিত হবে।

এছাড়া সকাল ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে শহরের সুলতানগঞ্জপাড়া ঈদগাহ মাঠ, কাটনারপাড়া ঈদগাহ মাঠ, উপশহর ঈদগাহ মাঠ, চকসূত্রাপুর ঈদগাহ মাঠ, করোনেশন ঈদগাহ মাঠ, সরকারি আজিজুল হক কলেজ মাঠ, আটাপাড়া ঈদগাহ মাঠ, নিশিন্দারা ঈদগাহ বিভিন্ন মাঠে জামাত অনুষ্ঠিত হবে। আবহাওয়া অনুকূলে না থাকলে আশপাশের মসজিদে নামাজের ব্যবস্থা করা হবে।

বগুড়া ইসলামী ফাউন্ডেশন সূত্র জানায়, জেলার ১২টি উপজেলায় এক হাজার ৬৮৭টি স্থানের ঈদগাহ ও ময়দানসহ বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে সদর উপজেলায় ৪৮টি, শাজাহানপুরে ৪৬টি, শিবগঞ্জে ১৬২টি, গাবতলীতে ১৫৭টি, সোনাতলায় ১১৭টি, আদমদীঘিতে ২১০টি, দুপচাঁচিয়ায় ১০৪টি, কাহালুতে ১৪২টি, নন্দীগ্রামে ১৬২টি, শেরপুরে ১২১টি, সারিয়াকান্দিতে ১৫৮টি ও ধুনটে ২৬০টি জামাত অনুষ্ঠিত হবে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *