লাভরভের সঙ্গে ছবি তুলবেন না ব্লিঙ্কেন!

আন্তর্জাতিক ডেস্ক:: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন আসন্ন জি-২০ সম্মেলনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে কোনো ছবি তুলবেন না। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একজন ব্যক্তি জানিয়েছেন এমন তথ্য।

তবে লাভরভের সঙ্গে কথা বলার চেষ্টা করবেন ব্লিঙ্কেন।

রুশ পররাষ্ট্রমন্ত্রীকে ইউক্রেন যুদ্ধ নিয়ে প্রশ্ন করবেন তিনি, এমনটি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ওই কর্মকর্তা।

যুক্তরাষ্ট্র ও জি-৭ জোটের নেতারা পরিকল্পনা করছেন নভেম্বরে ইন্দোনেশিয়ার বালিতে জি-২০  সম্মেলনে কিভাবে তারা ল্যাভরভের সামনে উপস্থিত হবেন।

যুক্তরাজ্য পরিকল্পনা করছিল তারা রুশ বহরের সঙ্গে কোনো ধরনের আলোচনাই করবে না। কিন্তু কৌশলগত কারণে এ পরিকল্পনা বাদ দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তা জানিয়েছেন, কোনো দেশ যদি রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার সিদ্ধান্ত না নেয় তাহলে তাদের সঙ্গে যোগ দেবেন না পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন। তার বদলে তিনি রুশদের কাছে জবাব চাওয়ার চেষ্টা করবেন।

তাছাড়া জি-২০ সম্মেলনের আয়োজক ইন্দোনেশিয়াও যেন কোনো ধরনের বিব্রতকর পরিস্থিতিতে না পড়ে সে দিকটিতে খেয়াল রাখবেন তারা।

সূত্র: সিএনএন

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *