ইউক্রেন পুনর্গঠনে ৭৫০ বিলিয়ন ডলার লাগবে: জেলেনস্কি

আন্তর্জাতিকরা ডেস্ক:: শিয়ার হামলায় বিধ্বস্ত ইউক্রেন পুনর্গঠনে ৭৫০ বিলিয়ন মার্কিন ডলারের প্রয়োজন হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, রাশিয়া ইউক্রেনের যে ক্ষতি করেছে, তা পুনর্নির্মাণ ইউক্রেনের একার পক্ষে সম্ভব নয়।

সোমবার সুইজারল্যান্ডে একটি আন্তর্জাতিক কনফারেন্সে ভিডিও কনফারেন্সে দেওয়া ভাষণে জেলেনস্কি এসব কথা বলেন। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে এই সংবাদ দিয়েছে ভারতের নির্ভরযোগ্য সংবাদমাধ্যম এনডিটিভি।

ইউক্রেনের পুনর্গঠনে সহায়তা চেয়ে দেশটির প্রেসিডেন্ট বলেন, ২৪ ফেব্রুয়ারি থেকে হামলা চালিয়ে রাশিয়া পাহাড়সম ক্ষতি করেছে। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন পুনর্গঠনে সাড়ে সাতশ ডলার প্রয়োজন হবে।

ইউক্রেন পুনর্গঠনে পাশে দাঁড়ানো সব গণতান্ত্রিক বিশ্বের সম্মিলিত দায়িত্ব বলেও মন্তব্য করেন জেলেনস্কি। বিশ্ব শান্তির পক্ষের দেশগুলোর বড় অবদান রাখতে হবে কিয়েভ পুনর্গঠনে।

জেলেনস্কি বলেন, রক্তক্ষয়ী যুদ্ধের জন্য রাশিয়ার কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করতে হবে। তাদের জবাবদিহি করতে হবে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *