বোয়ালজুড়ে দুই আশ্রয়কেন্দ্রের দায়িত্ব নিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা আতিকুর রহমান সাজ্জাদ

বালাগঞ্জের বোয়ালজুড় ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দুইটি আশ্রয়কেন্দ্র পঞ্চগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নুরানী মাদ্রাসায় আশ্রয় নেওয়া সকল বন্যার্তদের দায়িত্ব নিয়েছেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মো. আতিকুর রহমান সাজ্জাদ।

বন্যার শুরু থেকে ওই দুই আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া প্রায় আড়াইশো মানুষের ভরণপোষন করছেন তিনি।

এছাড়াও বালাগঞ্জ উপজেলার বিভিন্ন জনপ্রতিনিধিদের সাথে যোগাযোগ করে নিয়মিত ত্রাণ সামগ্রী পৌছে দিচ্ছেন।

এ ব্যাপারে সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মো. আতিকুর রহমান সাজ্জাদ বলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের নির্দেশনায় সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি সুব্রত পুরকায়স্থ, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বোয়ালজুড় ইউনিয়নের চেয়ারম্যান আনহার মিয়া, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ, বালাগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক আহমদের নির্দেশে আমি অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি।

যতদিন বন্যার পানি কমবেনা ততোদিন আমি আশ্রয়কেন্দ্রে থাকা মানুষের সব ধরণের দায়িত্ব পালন করে যাবো। আমার সাথে রয়েছেন ৮নং ওয়ার্ডের মেম্বার কয়েছ মিয়া ও স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *