ইউক্রেনের সেই অভিযোগের পরই পুতিন-লুকাশেঙ্কোর বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক:: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বৈঠক করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

চলমান যুদ্ধে বেলারুশকেও টেনে আনতে চায় রাশিয়া– ইউক্রেনের এমন অভিযোগের পরই তাদের বৈঠকের খবর সমানে এলো।

অবশ্য বৈঠকে তারা বিশ্বব্যাপী সার সরবরাহ পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন বলে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে।

রাশিয়ার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম রাশিয়া ওয়ানের একজন সাংবাদিক ওই বৈঠকের ফুটেজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। ফুটেজে পুতিনকে বলতে শোনা গেছে, আমি বিশ্ববাজারের চাহিদা পূরণ নিয়ে আপনার সঙ্গে আলোচনা করতে চাই।

সরাসরি রাশিয়ার পক্ষ নিলেও ইউক্রেন যুদ্ধে জড়ানোর কোনো ইচ্ছা নেই বলে বরাবরই জানিয়ে আসছে বেলারুশ। যদিও দেশটির সম্প্রতি নেওয়া কিছু পদক্ষেপ রাশিয়ার সঙ্গে ইউক্রেনের বিরুদ্ধে যোগ দেওয়ার গুজব আরও উসকে দিচ্ছে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *